EIILM

আমেরিকার বিশ্ববিদ্যালয়ের হাত ধরল কলকাতার ইআইআইএলএম, পড়ুয়ারা পাবেন বিশেষ সুযোগ

ইআইআইএলএমের পড়ুয়ারা এ বার আমেরিকার কলেজে গিয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। সেখানকার পড়ুয়ারাও পারবেন এই কলেজে এসে কোনও পাঠক্রমে ভর্তি হতে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২১:১৪
বাঁ দিক থেকে সঞ্চিতা সোম, এসকে দত্ত, আরপি বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় রামদাত,  শর্মিষ্ঠা দাস, জয়ন্ত সাহা।

বাঁ দিক থেকে সঞ্চিতা সোম, এসকে দত্ত, আরপি বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় রামদাত, শর্মিষ্ঠা দাস, জয়ন্ত সাহা। — নিজস্ব চিত্র।

আমেরিকার নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মেলাল কলকাতার ইস্টার্ন ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট কলকাতা (ইআইআইএলএম-কলকাতা)। আমেরিকার বরো অফ ম্যানহাটন কমিউনিটি কলেজ (বিএমসিসি)-র সঙ্গে চুক্তি সই করেছে কলকাতার এই কলেজ। এর ফলে ইআইআইএলএমের পড়ুয়ারা এ বার আমেরিকার কলেজে গিয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। সেখানকার পড়ুয়ারাও পারবেন এই কলেজে এসে কোনও পাঠক্রমে ভর্তি হতে।

Advertisement

ইআইআইএলএমের চেয়ারম্যান তথা ডিরেক্টর রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এবং বিএমসিসির এনরোলমেন্ট ম্যানেজমেন্ট বিভাগের সহ-সভাপতি সঞ্জয় রামদাথের উপস্থিতিতে দুই বিশ্ববিদ্যালয়ের এই একসঙ্গে পথ চলার কথা ঘোষণা করা হয়েছে। অধ্যাপক রমাপ্রসাদ জানিয়েছেন, দুই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য এক। পরস্পরকে এই সহযোগিতার মাধ্যমে লাভবান হবে দুই প্রতিষ্ঠানই। দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও জ্ঞান বিনিময়ের সুযোগ পাবেন।

বিএমসিসির সভাপতি সঞ্জয় জানিয়েছেন, শুধু পড়াশোনা নয়, সাংস্কৃতিক আদানপ্রদানও হবে দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে। এতে পেশাগত দিক থেকে বাড়তি সুবিধা পাবে তারা। বিদেশ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, এখন ১৩ লক্ষ ভারতীয় পড়ুয়া বিদেশে পড়াশোনা করছেন। এই পরিসংখ্যান তুলে ধরে ইআইআইএলএমের তরফে জানানো হয়েছে, তাদের উদ্যোগে আখেরে লাভবান হবে তাদের পড়ুয়ারাই।

Advertisement
আরও পড়ুন