ছবি: সংগৃহীত।
ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর সম্পর্ক নিয়ে এখনও অনুরাগীদের মধ্যে চর্চার স্রোত বহমান। একসঙ্গে একাধিক ছবি থেকে শুরু করে তাঁদের ভালবাসা ইন্ডাস্ট্রিতে সুখী দাম্পত্যের উদাহরণ হিসাবে রয়ে গিয়েছে। প্রায় ৪৪ বছরের বৈবাহিক সম্পর্ক। দুই সন্তান রয়েছে তাঁদের। যদিও হেমার সঙ্গে বিয়ের আগে বিবাহিত ছিলেন ধর্মেন্দ্র। হেমার প্রেমে এমনই হাবুডাবু খেলেন যে, শেষমেশ ধর্মান্তরিত হয়ে হেমাকে বিয়ে করেন। এমন প্রেমকাহিনি যাঁদের, বিয়ের পর সুখী দাম্পত্যে থেকেও ছাদ আলাদা তাঁদের।
যদিও অনেকেই হেমা-ধর্মেন্দ্রের সম্পর্কের সঙ্গে প্রবল নারীবাদের যোগ খুঁজে পান। হেমার কথায়, “দেখুন এ ভাবে কেউ থাকতে চায় না। কিন্তু যা কিছুই হয়েছে খুবই স্বাভাবিক ভাবে হয়েছে। যা কিছু হয়েছে আমি ভাল মনে গ্রহণ করেছি। যে কোনও নারী স্বামী-সন্তান নিয়ে সংসার করতে চাইবে। কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা প্রথম থেকেই এ ভাবেই হয়েছে।’’
যখন হেমার সঙ্গে তাঁর বিয়ে হয়, সেই সময় প্রকাশ কৌরের সঙ্গে বিবাহিত ধর্মেন্দ্র। সেই সময় প্রথম স্ত্রীর সঙ্গে আইনত বিচ্ছেদ না ঘটিয়েই হেমাকে বিয়ে করেন অভিনেতা। তাঁদের সম্পর্ক মানতে চাননি হেমা মালিনীর পরিবার। ঠিক একই ভাবে আপত্তি জানান অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানেরা। কিন্তু সময় যে বহমান! তার নিয়মে বদলে যায় পরিস্থিতি। অভিনেতার প্রথম পক্ষের পরিবারের সঙ্গে স্বাভাবিক হয় সম্পর্ক। এখন সানি-ববি-এষা-অহনারা একসঙ্গে রাখি থেকে নানা পারিবারিক উৎসব উদ্যাপন করেন। যদিও হেমা বলেন, ‘‘আমি কোনও কিছু ধরে বসে থাকি না। সেটা নিয়ে দুঃখ করি না। আমি আমার দুই সন্তান ও নিজেকে নিয়ে খুশি।’’