— প্রতীকী চিত্র।
পুলিশ সেজে এক প্রৌঢ়ের সর্বস্ব ছিনতাই করা হল। গত মঙ্গলবার বাগুইআটিতে কার্যত প্রকাশ্য রাস্তাতেই এই ঘটনা ঘটে।অভিযোগ, বিশ্বনাথ বিশ্বাস নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় তিনিসন্দেহভাজন, এ কথা বলে ভয় দেখিয়ে একটি গলির ভিতরে নিয়ে গিয়ে ওই প্রৌঢ়ের সঙ্গে থাকা টাকা এবং পরে থাকা সোনার আংটি ও চেন গা থেকে খুলে নিয়ে পালায় এক দুষ্কৃতী। বাগুইআটির বাসিন্দা ওই প্রৌঢ় ওই দিন রাতেই থানায় গিয়ে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এখনও দুষ্কৃতীকে ধরতে পারেনি পুলিশ।
বিশ্বনাথ জানান, তিনি বাস থেকে নেমে বাগুইআটির ভিআইপি রোডের উপরে যে বাজার রয়েছে, সেখানে দাঁড়িয়ে ছিলেন। আচমকা লম্বা-চওড়া চেহারার এক ব্যক্তি এসে বিশ্বনাথকে ডেকে জানায়, সে পুলিশের লোক। বিশ্বনাথকে খুনের ঘটনায় সন্দেহভাজন বলে মনে করা হচ্ছে। বিশ্বনাথ বলেন,‘‘লোকটি ফোনে কাউকে একটা বলল, আমি সেই সন্দেহভাজন নই। তার পরে বলল, একটু এগিয়েই বাগুইআটি থানার পুলিশের আধিকারিকেরা দাঁড়িয়ে আছেন। তাঁদের সঙ্গে গিয়ে কথা বলতে। আমি স্বস্তি বোধ করি। তার পরে লোকটি নিজেই আমাকে পথ দেখিয়ে একটি গলির ভিতরে নিয়ে গিয়ে সব কিছু কেড়ে নেয়।’’
অভিযোগ, গলিতে ঢুকিয়ে ওই প্রৌঢ়কে মারধর করে ওই দুষ্কৃতী। তার পরে বিশ্বনাথের সর্বস্ব লুট করে পালিয়ে যায় সে।