ছবি: এক্স থেকে নেওয়া।
রাস্তার ধারে ভালুক দেখে গাড়ি থামিয়েছিলেন যুবক। ক্ষুধার্ত ভেবে গাড়়ি থেকে নেমে খাবার নিয়ে এগিয়েও গিয়েছিলেন। কিন্তু সেই খাবার ছেড়ে ওই যুবকের উপরেই হামলা করল ভালুকটি। এমনই এক ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।)
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের ভিতরের রাস্তা গিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন এক যুবক। হঠাৎই রাস্তার ধারে একটি ভালুককে দেখতে পান তিনি। গাড়ি থামিয়ে নীচে নামেন। ভালুকটিকে ক্ষুধার্ত মনে করে একটি খাবারের প্যাকেট নিয়ে তার দিকে এগিয়ে যান। খুব সাবধানে দূরত্ব বজায় রেখে খাবার ছুড়ে ছুড়ে দিতে থাকেন ভালুকটিকে। ভালুকটিও সেই খাবার খেতে শুরু করে। একটু এগিয়েও আসে। কয়েক সেকেন্ডের মধ্যেই রণমূর্তি ধারণ করে ভালুকটি। খাবার ছেড়ে যুবককে হামলা করে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
‘নেচার ইজ় অ্যামেজিং’ নামের এক্স হ্যান্ডল থেকে ২১ জানুয়ারি পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। সাত লক্ষেরও বেশি বার সেই ভিডিয়ো দেখা হয়েছে। লাইক-কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। ওই যুবক এখন কেমন আছেন, তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, “এটা বোকামি! শিকারি প্রাণীদের কাছাকাছি যাওয়া উচিত নয়। জানি না এখন ওই যুবক কেমন আছেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এরা ভয়ঙ্কর প্রাণী। কয়েক সেকেন্ডের মধ্যে যে কাউকে ফালা ফালা করে দিতে পারে।’’