Calcutta Medical College Hospital

কলকাতা মেডিক্যাল সেরা পূর্ব ভারতে! স্বীকৃতি দিল কেন্দ্রীয় সংস্থা, দেওয়া হবে ‘আর্থিক পুরস্কার’ও

মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, গবেষণায় ভাল ফলাফলের জন্য ১.২৫ কোটি টাকার অনুদান দেওয়ার পাশাপাশি কলকাতা মেডিক্যালে গবেষণার কাজের জন্য ১০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৭:৩০
গবেষণায় পূর্ব ভারতে সেরার স্বীকৃতি পেল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

গবেষণায় পূর্ব ভারতে সেরার স্বীকৃতি পেল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

পূর্ব ভারতের মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ‘সেরা’র তকমা দিল কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর (দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ)। গবেষণার নিরিখে রাজ্য সরকারি এই হাসপাতালটিকে স্বীকৃতি দিয়েছে তারা। এ জন্য কলকাতা মেডিক্যাল কলেজকে ১.২৫ কোটি টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে আইসিএমআর।

Advertisement

মেডিক্যাল কলেজ সূত্রে খবর, মূলত গত বছরের গবেষণার কাজের জন্যই আইসিএমআর স্বীকৃতি দিয়েছে কলকাতা মেডিক্যাল কলেজকে। মোট কতগুলি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে গত বছর, সে সব কোথায় কোথায় প্রকাশিত হয়েছে এবং কত জন চিকিৎসক গবেষণায় অংশগ্রহণ করেছেন— এই ক’টি মানদণ্ডের উপরেই বিবেচনা হয়েছে। সারা ভারতে কলকাতা মেডিক্যাল কলেজ ৭০ শতাংশ নম্বর পেয়েছে, যা এ রাজ্যে তো বটেই, গোটা পূর্ব ভারতে সর্বোচ্চ।

মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, গবেষণায় ভাল ফলের জন্য ১ কোটি ২৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার পাশাপাশি কলকাতা মেডিক্যাল কলেজে গবেষণার কাজের জন্য ১০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। সেই গবেষণা কলকাতা মেজিক্যাল এবং আইসিএমআর যৌথ ভাবে করবে।

কলকাতা মেডিক্যালের সুপার অঞ্জন অধিকারী বলেন, ‘‘ভাল গবেষণা করেছি। তাই এই স্বীকৃতি। আগামী দিনে আরও ভাল করে কাজ করতে হবে আমাদের।’’

Advertisement
আরও পড়ুন