Attack on Saif Ali Khan

‘মুম্বই নিরাপদ নয়’! মানতে চান না মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, সইফের উপর হামলা নিয়ে কী বললেন ফডণবীস?

নিজের বাড়িতে সইফের ছুরিকাহত হওয়ার ঘটনার পরে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী কংগ্রেস। এই আবহে মুখ খুলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফডণবীস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৫
(বাঁ দিকে) সইফ আলি খান। দেবেন্দ্র ফড়ণবীস (ডান দিকে)।

(বাঁ দিকে) সইফ আলি খান। দেবেন্দ্র ফড়ণবীস (ডান দিকে)। — ফাইল চিত্র।

মুম্বই সুরক্ষিত নয়, তা তিনি মানবেন না। সইফ আলি খানের উপর হামলার ঘটনার পরে বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। তিনি জানিয়েছেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ এবং প্রশাসন। কিন্তু তা বলে মুম্বইয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। নিজের বাড়িতে সইফের ছুরিকাহত হওয়ার ঘটনার পরে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী কংগ্রেস। এই আবহে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

বৃহস্পতিবার পিটিআইকে ফডণবীস বলেন, ‘‘দেশে সবচেয়ে সুরক্ষিত বড় শহর হল মুম্বই। যে ঘটনা হয়েছে, তা গুরুতর। কিন্তু তা বলে মুম্বইকে অসুরক্ষিত শহরের তকমা দেওয়া ঠিক নয়।’’ এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন ফডণবীস। তাঁর কথায়, ‘‘মুম্বইকে আরও সুরক্ষিত করার জন্য সরকার সব ধরনের পদক্ষেপ করবে।’’ এর পর ফডণবীস আরও বলেন, ‘‘কী ঘটেছিল, তা নিয়ে সব তথ্য দিয়েছে পুলিশ। এটা কী ধরনের হামলা ছিল, এর নেপথ্যে কী ছিল, হামলাকারীদের উদ্দেশ্য কী ছিল, সবই আপনারা জানেন।’’

সইফের উপর হামলার পরেই মহারাষ্ট্রের বিজেপির নেতৃত্বাধীন জোট সরকারকে কটাক্ষ করেছে বিরোধীরা। শিবসেনা নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী বলেন, ‘‘মুম্বইয়ে খ্যাতনামীরা নিরাপদ না হলে কারা সুরক্ষিত?’’ তিনি নিজের এক্স হ্যান্ডল (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘‘লজ্জাজনক ঘটনা। মুম্বইয়ে আরও এক জন বিশিষ্টকে খুনের চেষ্টা হল। তার পরেই মুম্বই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আবার প্রশ্ন উঠে গেল। বিখ্যাতদের নিশানা করে আদতে মুম্বইয়েরই ক্ষতি করার চেষ্টা চলছে।’’ এর পরেই সংবাদমাধ্যমে মুখ খুলেছেন ফডণবীস। উড়িয়ে দিয়েছেন বিরোধীদের অভিযোগ।

মুম্বই পুলিশ জানিয়েছে, বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। কিন্তু এখনও তাঁকে গ্রেফতার করা যায়নি। তাঁর খোঁজ চলছে। সেই সঙ্গে পুলিশ পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করছে। মূল ঘটনার দু’ঘণ্টা আগে পর্যন্ত সিসিটিভিতে কাউকে বাড়িতে ঢুকতে দেখা যায়নি। পুলিশ সূত্রে খবর, আগে থেকেই ওই বাড়িতে ঢুকে বসেছিলেন অভিযুক্ত। মূলত চুরির উদ্দেশ্যেই এই হামলা বলে মনে করা হচ্ছে। পুলিশের সন্দেহ, পাশের বাড়ি থেকে সইফের বাড়িতে ঢুকে পড়েছিলেন হামলাকারী। ঘাপটি মেরে বসেছিলেন তাঁর পুত্রের ঘরে। হামলাকারী বাড়ির এক পরিচারকের পূর্বপরিচিত বলেও জানতে পেরেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সইফ। তাঁর শরীরে ছ’বার ছুরির আঘাত করা হয়েছে। কিছু আঘাত গুরুতর। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সইফের মেরুদণ্ডের খুব কাছে একটি আঘাত রয়েছে। তবে অভিনেতার অবস্থা এখন স্থিতিশীল।

Advertisement
আরও পড়ুন