সাংসদ পার্থ ভৌমিক এ বার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে। ছবি: সংগৃহীত।
রাজনীতিতেও আছেন, অভিনয়েও। শুধু আছেন নয়, তাঁর প্রত্যেক উপস্থিতিতেই নজর কাড়েন দর্শকদের। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক আগে মঞ্চ দাপিয়েছেন। এখন পর্দা! রাজ চক্রবর্তীর প্রথম সিরিজ় ‘আবার প্রলয়’-এ অভিনয়ের পর এ বার তিনি সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়। ব্রাত্য বসুর লেখা নাটক ‘উইঙ্কল টুইঙ্কল’ পর্দায় মেলে ধরছেন সৃজিত। খবর, সেখানে এক তৃণমূল নেতার চরিত্রে অভিনয় করলেন তিনি।
এক সপ্তাহেরও বেশি হয়ে গিয়েছে, সৃজিত শহরের আনাচেকানাচে শুটিং সারছেন। যেমন, গত রবিবার তিনি জিপিও সংলগ্ন অঞ্চলে শুটিংয়ে ব্যস্ত ছিলেন। খবর, শুক্রবার পরিচালক শুট সেরেছেন ভারতলক্ষ্মী স্টুডিয়োর পাশে একটি ছোট্ট ঘরে। ওই এলাকা ‘ঝোরো বস্তি’ নামে পরিচিত। এক দিনের শুটিংয়ে পার্থবাবুর সহ-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এ-ও জানা গিয়েছে, তিনি নিয়মিত যেমন পোশাক পরেন সেই সাদা পাজামা-পাঞ্জাবিতেই পর্দায় দেখা যাবে তাঁকে।
রাজনীতি তাঁর পেশা। অভিনয় নেশা। ‘ফেরারি ফৌজ’, ‘সামনে বসন্ত বিলাপ’-সহ একাধিক নাটকে তাঁর অভিনয় প্রশংসিত। এর আগে ‘পারাপার’, ব্রাত্য বসুর ‘ডিকশনারি’-তেও অতিথি চরিত্রে অভিনয় করেছেন। রাজের সিরিজ়ে ‘ইন্সপেক্টর করালি’-এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। রাজ এবং সৃজিত— উভয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? আনন্দবাজার অনলাইন প্রশ্ন রেখেছিল ব্যারাকপুরের সাংসদের কাছে। অভিনেতা-রাজনীতিবিদের দাবি, “তুলনার প্রশ্নই নেই। দু’জনের কাজের ধারা দু’রকম। রাজের সঙ্গে অল্প দিনের কাজ ছিল। সৃজিতের সঙ্গেও তাই-ই। সৃজিত নিজের মতো করে চরিত্র ফুটিয়ে তোলার স্বাধীনতা দেন।”
রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও অভিনয়ের জন্য সময় বের করেন কী ভাবে? পার্থবাবুর জবাব, “ভালবাসা থাকলে সবই সম্ভব। অভিনয়ের সব মাধ্যমই আমার খুব প্রিয়। তাই সব মাধ্যমেই সুযোগ পেলে অভিনয় করি।”