যাদবপুরে বিশৃঙ্খলার দিনের ছবি। — ফাইল চিত্র।
অসুস্থতা থেকে কিছুটা হলেও সেরে উঠেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। সোমবার থেকে ফের কাজে যোগ দিচ্ছেন তিনি। যদিও জানা গিয়েছে, ভাস্করের শরীর এখনও পুরোপুরি সুস্থ নয়। তাই চিকিৎসকদের অনুমতি নিয়ে অল্প সময়ের জন্যই ক্যাম্পাসে থাকবেন উপাচার্য।
সোমবার সকাল ১০ টা থেকে সাড়ে ১০টার মধ্যে ক্যাম্পাসে যেতে পারেন উপাচার্য। এই স্বল্প সময়ের মধ্যে প্রশাসনিক বৈঠক-সহ ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলার সম্ভাবনা রয়েছে উপাচার্যের। ভাস্করের কথায়, ‘‘ডাক্তার দু’সপ্তাহ সম্পূর্ণরূপে বিশ্রাম নিতে বলেছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু কাজকর্ম পড়ে রয়েছে। এখন আগের চেয়ে একটু সুস্থ বোধ করছি। তাই ডাক্তারের অনুমতি নিয়েই আমি বিশ্ববিদ্যালয়ে যাব। কিন্তু কত ক্ষণ থাকতে পারব, তা নির্ভর করবে ডাক্তারের অনুমতির উপর।’’
গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সম্মেলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থারও অভিযোগ ওঠে। অভিযোগ, সে সময়েই জখম হন শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানো দুই পড়ুয়া। তাঁদের মধ্যে এক জনকে মন্ত্রীর গাড়ি চাপা দিয়েছে বলেও অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে যাদবপুর।
বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খল পরিস্থিতির পরে সেই রাতেই আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন উপাচার্য ভাস্কর। সেখানে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকেও। উপাচার্যের পরনের পাঞ্জাবিও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তার পর থেকে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৫ তারিখ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। চার দিন ভর্তি থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পান ভাস্কর। তবে হাসপাতাল সূত্রে জানিয়ে দেওয়া হয়, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও কোনও প্রকার উত্তেজনা কিংবা মানসিক চাপে ফের ভাস্করের স্বাস্থ্যের অবনতি হতে পারে। ফলে তার পরেও বেশ কয়েক দিন বাড়িতেই পুরোপুরি বিশ্রামে থাকতে হয় তাঁকে। এ বার যাদবপুরকাণ্ডের ১৭ দিনের মাথায় ক্যাম্পাসে যাচ্ছেন উপাচার্য।