Yuvraj Singh Angry

মেজাজ হারালেন যুবরাজ, মাঠেই ঝগড়া বিপক্ষ ক্রিকেটারের সঙ্গে, সামলাতে আসরে লারা

খেলা চলাকালীন মেজাজ ধরে রাখতে পারলেন না যুবরাজ সিংহ। মাঠেই প্রতিপক্ষ ক্রিকেটারের সঙ্গে ঝগড়া হয় তাঁর। পরিস্থিতি সামলাতে বাকি ক্রিকেটারদের আসরে নামতে হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১০:৩৫
cricket

মাঠে টিনো বেস্টের (বাঁ দিকে) সঙ্গে ঝগড়া যুবরাজ সিংহের। ছবি: সমাজমাধ্যম।

খেলোয়াড়জীবনে যেমন তাঁর ব্যাট চলত, তেমনই চলত মুখ। মেজাজে থাকতেন যুবরাজ সিংহ। সেই পুরনো মেজাজ আরও এক বার দেখা গেল। ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলা চলাকালীন টিনো বেস্টের সঙ্গে ঝগড়া হয় যুবরাজের। পরিস্থিতি সামলাতে ছুটে আসেন ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক ব্রায়ান লারা। আসেন অন্য ক্রিকেটারেরাও।

Advertisement

রাইপুরের স্টেডিয়ামে ফাইনাল রান তাড়া করছিল ভারত। ১৩ তম ওভারের আগে মেজাজ হারান যুবরাজ। তখন তিনি ও অম্বাতি রায়ডু ব্যাট করছিলেন। আগের ওভারে বল করেন বেস্ট। তার পরেই মাঠের বাইরে যান তিনি। এই বিষয়টি ভাল ভাবে নেননি যুবরাজ। তিনি আম্পায়ারকে বিষয়টি বলেন। আম্পায়ার বেস্টকে মাঠে নেমে ফিল্ডিং করতে বলেন। মাঠে নেমে যুবরাজকে কিছু একটা বলেন বেস্ট। তার পরেই শুরু ঝগড়া।

বেস্টের কথা শুনে চুপ থাকেননি যুবরাজ। পাল্টা জবাব দেন তিনি। দু’জনের মধ্যে তর্ক শুরু হয়। যুবরাজ আঙুল তুলে কথা বলছিলেন। কেউ থামছিলেন না। পরিস্থিতি সামলাতে আসরে নামেন লারা। তিনি দু’জনের মধ্যে গিয়ে দাঁড়ান। রায়ডুও যুবরাজকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাকিরাও দুই ক্রিকেটারকে শান্ত করার চেষ্টা করেন। এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ়। ডোয়েন স্মিথ ৪৫ ও লেন্ডল সিমন্স ৫৭ রান করেন। ভারতের হয়ে বিনয় কুমার ৩ ও শাহবাজ় নাদিম ২ উইকেট নেন।

জবাবে ভারতের দুই ওপেনার রায়ডু ও সচিন তেন্ডুলকর ভাল শুরু করেন। সচিনের সেই পরিচিত আপারকাট দেখা যায়। ১৮ বলে ২৫ রান করে আউট হন ভারতের অধিনায়ক। রায়ডু ৫০ বলে ৭৪ রান করেন। যুবরাজ ১৩ ও স্টুয়ার্ট বিন্নী ১৬ রানে অপরাজিত থাকেন। ১৭ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে ভারত।

Advertisement
আরও পড়ুন