viral video

খেলাচ্ছলে রাজহাঁসকে তাড়া বাঘের ছানার, রেগে গিয়ে শাবককে কামড়ে খাঁচায় ঢুকিয়ে ছাড়ল দুর্বল প্রাণী

বড় ঘরের মধ্যে রয়েছে বেশ কয়েকটি খাঁচা। সেই ঘরে খেলা করছে একটি বাঘের বাচ্চা। সেই ঘরে রয়েছে একটি রাজহাঁসও। শাবক বাঘ সেই সময় কোনও খেলার সঙ্গী না পেয়ে রাজহাঁসটির সঙ্গেই খেলা করতে চায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১০:৩৭
tiger wants to play with a goose

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

হোক না বাচ্চা, তবুও তো বাঘের। তাকেও রীতিমতো নাজেহাল করে ছা়ড়ল এক রাজহাঁস। বাঘের পিছনে দৌড়ে তাকে ঠুকরে নাস্তানাবুদ করে ছাড়ল সামান্য এক পাখি। খেলাচ্ছলে রাজহাঁসকে সামান্য উত্ত্যক্ত করতেই ব্যাঘ্রশাবকের দিকে তেড়ে গেল রাজহাঁস। দুই অসম প্রজাতির খুনসুটির মজাদার এক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি সম্ভবত কোনও চিড়িয়াখানায় তোলা হয়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বড় ঘরের মধ্যে রয়েছে বেশ কয়েকটি খাঁচা। সেই ঘরে খেলা করছে একটি বাঘের বাচ্চা। সেই ঘরে রয়েছে একটি রাজহাঁসও। শাবক বাঘ সেই সময় কোনও খেলার সঙ্গী না পেয়ে রাজহাঁসটির সঙ্গেই খেলা করতে চায়। হাঁসটিকে থাবা মেরে ও তাড়া করতে শুরু করে ছোট বাঘটি। হঠাৎ করে তাড়া খাওয়ার পর রাজহাঁসটিও পাল্টা তাড়া করে বসে আক্রমণকারীকে। বাঘের পিঠের দিকে ঠোঁট দিয়ে কামড়ে ধরে বাঘকে তাড়া করে। তাকে একটি খাঁচার মধ্যেও ঢুকিয়ে দিতে দেখা যায় হাঁসটিকে। হাঁসের কামড় খেয়ে ভয়ে লেজ তুলে দৌড়তে থাকে বাঘের ছানাও। শেষ পর্যন্ত খাঁচায় ঢুকে রাজহাঁসের কবল থেকে মুক্তি পায় খুদে বাঘটি। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়।

ইনস্টাগ্রামের ‘এনিটাইমসাদারনেচার’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি গত ডিসেম্বরে পোস্ট করা হয়েছে। বাঘ ও হাঁসের লড়াইয়ের ভিডিয়ো দেখে মজার মজার প্রতিক্রিয়া দিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ৩ লক্ষেরও বেশি নেটাগরিক এতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন