Swadesh Chakraborty Death

প্রয়াত হাওড়ার প্রাক্তন সিপিএম সাংসদ স্বদেশ চক্রবর্তী, ভুগছিলেন বার্ধক্যজনিত অসুখে

পরিবার সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ হাওড়ার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ নেতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৩
প্রাক্তন সিপিএম সাংসদ স্বদেশ চক্রবর্তী।

প্রাক্তন সিপিএম সাংসদ স্বদেশ চক্রবর্তী। — নিজস্ব চিত্র।

প্রয়াত হাওড়ার প্রাক্তন সিপিএম সাংসদ স্বদেশ চক্রবর্তী। বয়স হয়েছিল ৮০। পরিবার সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ হাওড়ার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ নেতা।

Advertisement

১৯৬১ সালে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বাম রাজনীতির সংস্পর্শে এসেছিলেন স্বদেশ। সেই সময় পুলিশের হাতে ধরা পড়ে লালবাজার সেন্ট্রাল লকআপেও ছিলেন। রাজবন্দির জীবন কাটিয়েছেন প্রেসিডেন্সি জেলেও। এর পর ১৯৬৩ সালে সিপিএম পার্টির সদস্যপদ পান তিনি। ছ’বছর পার্টির রাজ্য কমিটির সদস্যও ছিলেন। এ ছাড়া হাওড়া জেলা কমিটি ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন স্বদেশ। পরে দু’বার লোকসভা ভোটে হাওড়া সদর থেকে জিতেছিলেন। দু’বার হাওড়া পুরসভার মেয়রও হয়েছিলেন। এ ছাড়া হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ও এইচআরবিসি-র চেয়ারম্যান পদেও ছিলেন প্রাক্তন সাংসদ।

Advertisement
আরও পড়ুন