Howrah School

ক্লাস চলাকালীন আচমকাই ভেঙে পড়ল সিলিং ফ্যান, হাওড়ার স্কুলে জখম প্রথম শ্রেণির দুই পড়ুয়া

শুক্রবার হাওড়ার জগৎবল্লভপুর কালিতলা বাজার এলাকার গোপেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনাটি ঘটেছে। স্কুল সূত্রে খবর, আহত দুই শিশু ওই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। এক জনের মাথায় গুরুতর চোট লেগেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৭

—নিজস্ব চিত্র।

স্কুলে ক্লাস চলাকালীন আচমকাই খুলে পড়ল সিলিং ফ্যান। পাখার ব্লেডের আঘাতে জখম হল দুই ছাত্র। শুক্রবার হাওড়ার জগৎবল্লভপুর কালিতলা বাজার এলাকার গোপেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনাটি ঘটেছে। স্কুল সূত্রে খবর, আহত দুই শিশু ওই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। এক জনের মাথায় গুরুতর চোট লেগেছে। অন্য জন চোট পেয়েছে চোখে ও মাথায়। দু’জনকেই স্থানীয় জগৎবল্লভপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

এই ঘটনা প্রসঙ্গে জেলার প্রাথমিক স্কুল কাউন্সিলের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ বলেন, ‘‘ওই স্কুলে পাখা খুলে পাখা খুলে পড়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কেউই গুরুতর জখম হয়নি। এক জনের আঘাত সামান্য। জেলার সমস্ত প্রাথমিক স্কুল যাতে ঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, তার নির্দেশ দেওয়া হয়েছে।’’

স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুল চলাকালীন আচমকাই প্রথম শ্রেণির ক্লাসঘরের সিলিং ফ্যানটি খুলে পড়ে বেঞ্চের উপর। তাতেই আহত হয় দুই পড়ুয়া। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন অভিভাবকদের একাংশ। সায়ন সাধুখা নামে এক অভিভাবক বলেন, ‘‘স্কুল থেকে ফোন করে ঘটনার কথা জানানো হয়। সঙ্গে সঙ্গে স্কুলে পৌঁছে দেখি, দু’জনের মাথায় জল দেওয়া হচ্ছে। এই ঘটনার কথা যাতে জানাজানি না হয়, তার অনুরোধ করেছেন স্কুল কর্তৃপক্ষ। চিকিৎসার খরচ দেওয়ার কথাও জানানো হয়। স্কুলের রক্ষণাবেক্ষণ ঠিক মতো হয় না বলেই এই ঘটনা ঘটেছে।’’

সিলিং ফ্যান ভেঙে পড়ার কথা অস্বীকার করেছেন প্রধান শিক্ষক প্রবীর শেঠ। তিনি বলেন, ‘‘হুড়োহুড়ি করতে গিয়ে বেঞ্চ থেকে পড়ে গিয়ে সামান্য আঘাত লেগেছে। সকলেই সুস্থ আছে। পাখা খুলে পড়ে কোনও দুর্ঘটনা ঘটেনি।’’

আরও পড়ুন
Advertisement