Bank Loans

পুরনো ঋণ শোধ না করলে নতুন ঋণ নয়! বকেয়া আদায়ে রাজ্যে নতুন ব্যবস্থা

বকেয়া আদায়ের লক্ষ্যে এ বার ‘লোন ম্যানেজমেন্ট সফ্‌টওয়্যার’ তৈরি করল রাষ্ট্রায়ত্ত সংস্থা ও শিল্প পুনরুজ্জীবন দফতর।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ০৮:৫৯
ধার শোধ করে থাকলে সংস্থা তার শংসাপত্র পাবে পোর্টালে।

ধার শোধ করে থাকলে সংস্থা তার শংসাপত্র পাবে পোর্টালে। —প্রতীকী চিত্র।

বিভিন্ন সংস্থাকে ঋণ দিচ্ছে রাজ্য। কিন্তু তা শোধ হচ্ছে না। ফলে সুদে আসলে তার বহর বাড়ছে। বকেয়া আদায়ের লক্ষ্যে এ বার ‘লোন ম্যানেজমেন্ট সফ্‌টওয়্যার’ তৈরি করল রাষ্ট্রায়ত্ত সংস্থা ও শিল্প পুনরুজ্জীবন দফতর। কোন কোন সংস্থা সরকারের থেকে ঋণ নিয়েছে এবং বকেয়ার অঙ্ক কত, তা এই ব্যবস্থার পোর্টালে জানা যাবে। সূত্রের দাবি, ঋণ শোধের শংসাপত্র সফ্‌টওয়্যারে আপলোড না হলে সংশ্লিষ্ট সংস্থা বাজার থেকে আর ধার করতে পারবে না।

Advertisement

সংশ্লিষ্ট দফতরের সচিব স্মিতা পাণ্ডেকে সঙ্গে নিয়ে মঙ্গলবার ব্যবস্থাটি আনুষ্ঠানিক ভাবে চালু করেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। ছিলেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের সচিব রাজেশ পাণ্ডেও। এটির সঙ্গে যুক্ত থাকছে রাজ্যের প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, অর্থ দফতর, ঋণ নেওয়া সংস্থা। ধার শোধ করে থাকলে সংস্থা তার শংসাপত্র পাবে ওই পোর্টালে। কারা শোধ করেনি, সেখানেই জানতে পারবে ঋণদাতারা। বন্ধ বা দেউলিয়া সংস্থাগুলিকে দেওয়া ঋণ ফেরত পাওয়াও সহজ হবে রাজ্যের পক্ষে।

সূত্রের হিসাব বলছে, সংস্থাগুলিকে রাজ্যের দেওয়া ঋণের সুদে-আসলে বকেয়া প্রায় ৪২২ কোটি টাকা। ফেরত এসেছে মাত্র ৫৬ কোটি। বাবুল জানান, সাধারণ মানুষের টাকায় রুগ্‌ণ সংস্থাগুলিকে পুনরুজ্জীবনের জন্য ঋণ দেয় সরকার। কিন্তু অনেকেই তা শোধ করে না। উল্টে বাজার থেকে নতুন ঋণ নেয়। নতুন ব্যবস্থায় দ্রুত ঋণ মেটাতে বাধ্য হবে তারা। স্মিতাও জানান, বহু পুরনো ঋণের নথি ডিজিটালে তোলা যেত না। নথি হিসেবে রাখা হত। এতে আশি-নব্বইয়ের দশকে দেওয়া ঋণের নথিও রয়েছে। সেগুলিও পোর্টালে তোলা হচ্ছে।

আরও পড়ুন
Advertisement