Shootout At Howrah

হাওড়ার শিবপুরে পার্টি অফিসের সামনেই গুলিবিদ্ধ তৃণমূলকর্মী, অবস্থা আশঙ্কাজনক

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে প্রেম হাওড়া জিটি রোডের ধারে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। ওই সময় কয়েক জন ব্যক্তি বাইকে করে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে রাস্তাতেই লুটিয়ে পড়েন প্রেম।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ০০:৫০
ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশ।

ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশ। —নিজস্ব চিত্র।

গুলিবিদ্ধ হলেন এক তৃণমূলকর্মী। বুধবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুরে। আহত তৃণমূলকর্মীর নাম আবদুল কাদির ওরফে প্রেম। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে প্রেম হাওড়া জিটি রোডের ধারে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। ওই সময় কয়েক জন ব্যক্তি বাইকে করে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে রাস্তাতেই লুটিয়ে পড়েন প্রেম। ঘটনাস্থলে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা আহত প্রেমকে প্রথমে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রেমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। কী কারণে প্রেমের উপর গুলি চালানো হল তা খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীরা প্রেমের পূর্বপরিচিত কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন