DA Case

DA Case: ডিএ মামলায় ধাক্কা রাজ্যের, বকেয়া মেটাতে হবে তিন মাসের মধ্যে, নির্দেশ হাই কোর্টের

আদালতে রাজ্য জানায়, তহবিলে টাকা নেই বলে উঁচু হারে ডিএ দেওয়া যাচ্ছে না। কিন্তু রাজ্যের এই যুক্তি গ্রাহ্য করেনি ডিভিশন বেঞ্চ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মে ২০২২ ১০:৫৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ডিএ মামলায় কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে। আদালতে রাজ্য জানায়, তহবিলে টাকা নেই বলে উঁচু হারে ডিএ দেওয়া যাচ্ছে না। কিন্তু রাজ্যের এই যুক্তি গ্রাহ্য করেনি ডিভিশন বেঞ্চ। আদালত তাদের নির্দেশে জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে স্টেট অ্যাডমিনস্ট্রেটিভ ট্রাইবুনালের (স্যাট)-এর রায় কার্যকর করতে হবে। শুধু তাই-ই নয়, আদালত বলেছে, মহার্ঘ ভাতা আইনত অধিকার, মৌলিক অধিকার। ফলে, স্যাট-এর রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে মহার্ঘ ভাতার (ডিএ) ফারাক নিয়ে ২০১৬ সালে স্যাট-এ মামলা করেছিল রাজ্য সরকারী কর্মীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পায়। সেই হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়ার নির্দেশ দেয়। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দেয় স্যাট। বিষয়টি নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে স্যাট-এর সেই রায়ই বহাল রাখল কলকাতা হাই কোর্ট।

Advertisement
Advertisement
আরও পড়ুন