pen

Pen fair in Kolkata: বইমেলা নয়, কলকাতার বুকে এই প্রথম বার ‘পেন মহোৎসব’

এখন ডট পেন, জেল পেনের ব্যবহার এতই বেশি যে, ঝরনা কলম বা ফাউন্টেন পেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ১৮:৫৯
কলম নিয়ে কোনও মেলা হয় কি?

কলম নিয়ে কোনও মেলা হয় কি? নিজস্ব চিত্র

কলকাতার বইমেলা সময়ের সঙ্গে সঙ্গে একটি উৎসবে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের বহু জেলায় বইমেলা এক পরিচিত উৎসব।

কিন্তু কলম নিয়ে কোনও মেলা হয় কি?

এখন ডট পেন, জেল পেনের ব্যবহার এতই বেশি যে, ঝরনা কলম বা ফাউন্টেন পেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কলকাতায় বইপোকাদের প্রিয় জায়গা কলেজ স্ট্রিটের এক শতবর্ষ প্রাচীন কলমের দোকানের মালিক সায়ক আঢ্য। পারিবারিক ব্যবসা সামলানোর সূত্রে ছোটবেলা থেকে ঝরনা কলমে লিখতেই অভ্যস্ত তিনি। অনেক দিন ধরেই তাঁর ইচ্ছে ছিল, বই নিয়ে যখন মেলা হয়, তা হলে কলম নিয়েও মেলা হোক কলকাতার বুকে।

Advertisement
ভারতীয় ব্র্যান্ড ছাড়াও এখানে ছিল প্রচুর বিদেশি ব্র্যান্ডের কলম।

ভারতীয় ব্র্যান্ড ছাড়াও এখানে ছিল প্রচুর বিদেশি ব্র্যান্ডের কলম। নিজস্ব চিত্র

তাই তাঁর বন্ধু প্রসেনজিতের সহায়তায় এই প্রথম বার ‘পেন মহোৎসব’-এর সূচনা করেন সায়ক। রবীন্দ্রনাথ ঠাকুরের নামকরণ করা ঝরনা কলম, ভারতী কলম ছাড়াও এখানে নানা ধরনের দেশীয় কলম পাওয়া গিয়েছে। ১৫ থেকে ১৭ এপ্রিল কলেজ স্ট্রিটে এই উৎসব হয়। তাঁদের এই উদ্যোগের পিছনে একমাত্র উদ্দেশ্য ছিল আবার নতুন করে ঝরনা কলমের ব্যবহার বাড়ানো। পেন ক্লাব ও কিশলয় বিনোদন সংস্থার যৌথ উদ্যোগে এই মহা উৎসব পালিত হয়েছে।

ভারতীয় ব্র্যান্ড ছাড়াও এখানে ছিল প্রচুর বিদেশি ব্র্যান্ডের কলম।

Advertisement
আরও পড়ুন