Fire at Beleghata

বেলেঘাটায় বরফ কারখানার অদূরে আগুন! জ্বলছে একের পর এক দোকান, ঘটনাস্থলে দমকল

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বেলেঘাটায় সেল্‌স ট্যাক্স অফিসের কাছে রাস্তার ধারের দোকানে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে সংলগ্ন বেশ কয়েকটি দোকান।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৭:০৩
বেলেঘাটায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

বেলেঘাটায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। — নিজস্ব চিত্র।

বেলেঘাটায় বরফ কারখানার অদূরে আগুন! বুধবার দুপুরের ওই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত এক জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তবে এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বেলেঘাটায় সেল্‌স ট্যাক্স অফিসের কাছে রাস্তার ধারের দোকানে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে সংলগ্ন বেশ কয়েকটি দোকান। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। কিন্তু দীর্ঘ ক্ষণের চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলে স্থানীয় সূত্রে খবর। এ দিকে, আগুনের জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়েরাই জানাচ্ছেন, আগুনের পাশাপাশি একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কোনও ভাবে গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি। সেই থেকেই আগুন ছড়িয়ে পড়েছে বলে দমকলের অনুমান। বিপদ এড়াতে ওই রাস্তায় যান চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।

Advertisement
আরও পড়ুন