Fire at Keoratala Mahasashan

কেওড়াতলা মহাশ্মশানের উল্টো দিকের দোকানে আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, পৌঁছলেন ববি

বুধবার সকালে কেওড়াতলা মহাশ্মশানের উল্টো দিকের একটি দোকানে আগুন লেগে যায়। আগুনে দোকানের পিছনে থাকা কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাচক্রে সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল পুরসভার জলের গাড়ি। গা়ড়ি থামিয়ে স্থানীয়েরাই জল দিয়ে দোকানের আগুন নেভান।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৫:৩৩
ঘটনাস্থল পরিদর্শনে মেয়র ফিরহাদ হাকিম।

ঘটনাস্থল পরিদর্শনে মেয়র ফিরহাদ হাকিম। — নিজস্ব চিত্র।

পুড়ে ছাই হয়ে গেল কলকাতা পুরসভার ৮৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কেওড়াতলা মহাশ্মশানঘাটের উল্টো দিকের একটি দোকান। আগুনে ক্ষতিগ্রস্ত হল আশপাশের বেশ কয়েকটি বাড়িও। বুধবার সকালের ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছোন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ওরফে ববি। স্থানীয়দের সঙ্গেও কথা বলেন তিনি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে কেওড়াতলা মহাশ্মশানের উল্টো দিকের একটি দোকানে আগুন লেগে যায়। আগুনে দোকানের পিছনে থাকা কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাচক্রে সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল পুরসভার জলের গাড়ি। গা়ড়ি থামিয়ে স্থানীয়েরাই জল দিয়ে দোকানের আগুন নেভান। অগ্নিদগ্ধ হয়ে এক জন ব্যক্তি জখম হন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল।

এর কিছু ক্ষণ পর ওই এলাকা দিয়ে নবান্নের উদ্দেশে যাচ্ছিলেন মেয়র ফিরহাদ। কালীঘাটে ঘটনাস্থলের কাছে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়ি পরিদর্শনের পর স্থানীয়দের সঙ্গে কথাও হয় তাঁর। ববি আশ্বাস দিয়েছেন, এই দুর্ঘটনায় যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রয়োজনে তাঁদের বাংলার বাড়ি প্রকল্পের অধীনে বাড়ি বানিয়ে দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন