দিলীপ ঘোষ। ফাইল ছবি।
ত্রিপুরায় তৃণমূলের কার্যকলাপ নিয়ে ফের মন্তব্য করলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়ে বিজেপি নেতার কটাক্ষ, ‘‘পুরভোটের আগে নেতৃত্বের চোখে পড়ার চেষ্টা করছেন তৃণমূল নেতা-কর্মীরা।’’ গত কয়েক দিন নিজের ভঙ্গিমাতেই ত্রিপুরা নিয়ে লাগাতার মন্তব্য করেছেন তিনি।
পুরভোটের আগে তৃণমূলের নেতারা খবরের শিরোনামে আসতে চাইছেন বলে মনে করেন দিলীপ। তিনি বলেছেন, ‘‘ভোট আসছে। কেউ টিকিটের চেষ্টা করছেন তো কেউ পদের। খবরের শিরোনামে আসার চেষ্টা চলছে। পাশাপাশি চলছে নেতাদের চোখে পড়ার চেষ্টা। এখন এ রকম কিছু দিন চলবে।’’
দিলীপের এই কথার প্রতিবাদে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, ‘‘দিলীপবাবুরা ভোটের আগে লাইমলাইটে থাকার জন্য গোলমাল করতেন। উনি নিজেও সে কথা বলছিলেন। সে সব করেও লাভ কিছু হয়নি। তাই আবার এ সব বলছেন। যদি একটু প্রচারের আলোয় আসা যায়।’’
সোমবার সকালে হাঁটতে বেরিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূলের যাওয়াকে নিয়ে কটাক্ষ করেছিলেন দিলীপ। বলেছিলেন, ‘‘দুটো ইট পড়তেই সুপ্রিম কোর্টে যাচ্ছে। আর দুটো পড়লে তো রাষ্টপুঞ্জে চলে যাবে!’’