Baking Soda in Skin Care

শীতে রুক্ষ ত্বকের মৃতকোষ সরিয়ে ঝলমলে করে তুলতে পারে বেকিং সোডা! কী ভাবে ব্যবহার করবেন?

শীতে রুক্ষ ত্বকের আবরণ সরিয়ে ত্বককে ঝলমলে করতে কাজে আসবে এক্সফলিয়েটর। রুপটান শিল্পীরা বলছেন, এ কাজে প্রায় সব রান্নাঘরেই থাকা বেকিং সোডা কাজে আসতে পারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ২১:০৮

ছবি : সংগৃহীত।

ঠান্ডায় ত্বকের সবচেয়ে বড় সমস্যা হল রুক্ষতা। আর্দ্রতা হারানো রুক্ষ ত্বক মুখের জেল্লা কমিয়ে দেয়। নিয়মিত ক্রিম মেখেও সমস্যার সমাধান হয় না। এ ক্ষেত্রে একমাত্র কাজে আসতে পারে এক্সফলিয়েটর। অর্থাৎ এমন কিছু যা ত্বককে মৃত কোষ মুক্ত করতে পারবে। রুপটান শিল্পীরা বলছেন, এ কাজে প্রায় সব রান্নাঘরেই থাকা বেকিং সোডা কাজে আসতে পারে।

Advertisement

ছবি: সংগৃহীত।

কী ভাব ব্যবহার করবেন বেকিং সোডা?

১। বেকিং সোডা দিয়ে ফেসমাস্ক বানিয়ে ব্যবহার করতে পারেন। তিন চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ জল মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে মুখ ভাল ভাবে মাসাজ করুন। ৫ মিনিট রেখে তার পরে ধুয়ে ফেলুন। ত্বক শিশুদের মতো নরম হয়ে যাবে।

২। রূপটান শিল্পীরা বলছেন, বেকিং সোডা শুধু ত্বককে মৃত কোষ মুক্ত করে তা-ই নয়, ত্বকের রন্ধ্রপথকেও পরিচ্ছন্ন রাখে। এমনকি হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডসকেও পরিষ্কার করতে পারে বেকিং সোডা।

৩। বেকিং সেডার সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে ব্রণর দাগ বা ব্ল্যাক হেডসের উপর লাগিয়ে রাখুন। সারা রাত ও ভাবেই রেখে সকালে উষ্ণ জলে ঘষে পরিষ্কার করে ফেলুন।

Advertisement
আরও পড়ুন