তিনি কোনও দিনই ইঁদুর দৌড়ে শামিল হননি। তিনি নিজের শর্তে বাঁচেন। কেরিয়ারে ফোকাসড। ভালবাসেন চ্যালেঞ্জ নিতে। তাঁর কাছে পরিবার সব সময়েই অগ্রাধিকার পেয়েছে। ভাল স্ত্রী আর যোগ্য মা হতে চেয়েছেন তিনি। ইউভান আর ইয়ালিনির মা তিনি। সুখে-দুঃখে পাশে থাকেন তাঁর ‘সাপোর্টিভ হাজব্যান্ড’ রাজ চক্রবর্তী। পরিবার আর কেরিয়ারের মধ্যে কীভাবে ভারসাম্য রক্ষা করেন তিনি, তাঁর ছবি ‘সন্তান’ ছবির প্রচারে আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডায় সে কথাই জানালেন নায়িকা।