Defamation Case

মমতার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য! অভিযুক্তের আর্জি মেনে মামলায় স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট

দার্জিলিংয়ে প্রাথমিক চাকরিপ্রার্থীদের সংগঠনের নেতা সুধান গুরুংয়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নামে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এফআইআর করেন তৃণমূলের যুব নেতা আশান সুব্বা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৮:৩৩

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

পাহাড়ে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য নিয়ে করা মামলার বিচারপ্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ওই মামলার উপর দু’মাসের স্থগিতাদেশ দেন।

Advertisement

দার্জিলিংয়ে প্রাথমিক চাকরিপ্রার্থীদের সংগঠনের নেতা সুধান গুরুংয়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নামে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর করেন তৃণমূলের যুব নেতা আশান সুব্বা। ওই মামলায় চার্জশিট পেশ করা হয়। তৃণমূলের যুব নেতার দায়ের করা ওই মামলাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে দ্বারস্থ হন সুধান।

হাই কোর্টে অভিযুক্তের আইনজীবী বলেছিলেন, তিনি রাজনৈতিক ভাবে ওই মন্তব্য করেছেন। ওই মন্তব্যকে কেন্দ্র করে মামলা দায়ের করে আইনের অপব্যবহার করা হচ্ছে। মামলার তথ্য নথি দেখে বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, ওই পুলিশ কর্মীদের প্রশিক্ষণের অভাব রয়েছে। সেই সঙ্গে তাঁর প্রশ্ন— ‘‘যথাযথ তদন্ত না করে কী ভাবে চার্জশিট দিল পুলিশ?’’ এর পরেই আদালত ওই মামলার উপর স্থগিতাদেশ জারি করেন তিনি।

Advertisement
আরও পড়ুন