Delhi Assembly Election 2025

ভোটের দিল্লিতে সাভারকর বিতর্ক! কলেজের শিলান্যাস মোদীর, কংগ্রেসের দাবি ‘মনমোহনের নামে হোক’

দিল্লিতে ফেব্রুয়ারি মাসে বিধানসভা ভোট হওয়ার কথা থাকলেও এখনও নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করেনি। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকা সংশোধন, পরিমার্জনের কাজ চলবে সেখানে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৪:৪৯
(বাঁ দিকে) দামোদর সাভারকর,মনমোহন সিংহ (ডান দিকে) ।

(বাঁ দিকে) দামোদর সাভারকর,মনমোহন সিংহ (ডান দিকে) । —ফাইল চিত্র।

বিধানসভা ভোট ঘোষণার আগে শুক্রবার দিল্লিতে একগুচ্ছ প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে অন্যতম, সঙ্ঘ পরিবারের ‘তাত্ত্বিক পথপ্রদর্শক’ বিনায়ক দামোদর সাভরকরের নামাঙ্কিত কলেজের শিলান্যাস কর্মসূচি। আর তা নিয়েই এ বার প্রশ্ন তুলল কংগ্রেস।

Advertisement

শুক্রবার বিকেলে জেজে ক্লাস্টারে দিল্লির বাসিন্দাদের জন্য ১৬৭৫টি নবনির্মিত ফ্ল্যাটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে দ্বারকার সিবিএসই-র নতুন ভবন এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধনের পরে বললেন, ‘‘দিল্লির উন্নয়নের ক্ষেত্রে আজ ঐতিহাসিক দিন।’’ তবে বৃহস্পতিবার থেকে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে নজ়ফগড়ের রোশনপুরায় সাভরকরের নামাঙ্কিত কলেজের শিলান্যাস ঘিরে।

নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের তরফে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি পাঠিয়ে আবেদন জানানো হয়েছে, সাভারকরের পরিবর্তে যেন সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নামে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ওই কলেজের নামকরণ করা হয়।এনএসইউআইয়ের সভাপতি বরুণ চৌধরির দাবি, অর্থনীতিবিদ মনমোহন প্রধানমন্ত্রী থাকাকালীন দেশ জুড়ে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করেছিলেন। তাই দিল্লির নতুন কলেজ তাঁর নামে হওয়া উচিত। দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব শুক্রবার কংগ্রেসকে পাল্টা বিঁধে বলেছে, ‘‘বীর সাভারকর স্বাধীনতা সংগ্রামী ছিলেন। মনীষীদের অসম্মান করা কংগ্রেসের অভ্যাস।’’

প্রসঙ্গত, দিল্লিতে ফেব্রুয়ারি মাসে বিধানসভা ভোট হওয়ার কথা থাকলেও এখনও নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করেনি। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকা সংশোধন, পরিমার্জনের কাজ চলবে সেখানে। তার পরেই ঘোষণা করা হবে ভোটের নির্ঘণ্ট। বিরোধীদের একাংশের অভিযোগ, ভোটের আগে মোদীকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি উদ্বোধনের সুযোগ করে দিতেই ভোট ঘোষণায় বিলম্ব করা হচ্ছে। পাশাপাশি, দিল্লিতে মেরুকরণের লক্ষ্যে বিজেপি উগ্র হিন্দুত্ববাদীদের সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করতে চাইছে বলেও দাবি করেছে কংগ্রেস। সেই লক্ষ্যেই দিল্লির ভোটের মুখে সাভারকরের নামে কলেজ তৈরির সিদ্ধান্ত।

Advertisement
আরও পড়ুন