Dulal Sarkar Murder

দুলাল সরকার হত্যাকাণ্ডে এখনও অস্পষ্ট ‘মোটিভ’, গোষ্ঠীদ্বন্দ্বের জের নাকি ক্ষমতার লড়াই, কেন খুন?

ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করেছে মালদা পুলিশ। মিলেছে বিহার-যোগ। তবে এখনও স্পষ্ট নয় খুনের মোটিভ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১৮:০১
Advertisement

মালদার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার হত্যাকাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। দলীয় গোষ্ঠী কোন্দল নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরনো সহকর্মীকে হারিয়ে প্রশাসনিক সভায় ক্ষোভ ব্যক্ত করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে নেমে এখনও পর্যন্ত পুলিশের জালে পাঁচ জন। দুলালকে খুন করতে ১০ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু কেন? কাদের স্বার্থে ঘা লাগতেই এমন নৃশংস ভাবে খুন করা হল তৃণমূল কাউন্সিলরকে। ঘটনার তিন দিন পরেও ‘মোটিভ’ স্পষ্ট নয়। দুলালের অনুগামীদের একাংশের চিন্তা, আদৌও মূল মাথা ধরা পড়বে তো?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement