Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: রাজ্যে আবার বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা, বাড়ল দৈনিক সংক্রমণের হারও

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ জন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মে ২০২২ ২২:৫৯

ফাইল চিত্র।

শনিবার এক ধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে দৈনিক সংক্রমণ পঞ্চাশের নীচেই রয়েছে। পাল্লা দিয়ে বাড়ল রাজ্যে দৈনিক সংক্রমণের হারও। অন্য দিকে, শনিবার আবার কমল সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোনও কোভিড রোগীরই মৃত্যু হয়নি।

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৯ হাজার ২৯১ জন।

Advertisement

এই নিয়ে টানা ২২ দিন রাজ্যে কোভিডে মৃত্যু শূন্য। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ২১ হাজার ২০৩ জন। শনিবার রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৮ হাজার ৫০১ জনের। দৈনিক সংক্রমণের হার কমে হল ০.৪৫ শতাংশ। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ৩৪৪।

Advertisement
আরও পড়ুন