নতুন বছরের শুরুতে তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। —ফাইল চিত্র।
উত্তুরে হাওয়ায় অবশেষে পারদপতনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, বছরের একেবারে শেষ লগ্নে এবং নতুন বছরের শুরুতে হতে পারে শীতের ‘কামব্যাক’। তাপমাত্রা বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় দুই ডিগ্রি বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। তা-ও স্বাভাবিকের চেয়ে ছিল ১.৪ ডিগ্রি বেশি। তবে শুক্রবারের চেয়ে তাপমাত্রা কিছুটা কমেছে। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে তিনটি জেলায়। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে শনিবার এবং রবিবার সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার পর আবহাওয়া শুকনো থাকবে। তবে দক্ষিণের সব জেলাতেই কুয়াশার কারণে সকালের দিকে সমস্যা হতে পারে। তা নিয়েও সতর্ক করা হয়েছে।
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও। দার্জিলিঙের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
রাজ্যের বিভিন্ন জেলায় আগামী দু’দিনে তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখী। তার পর এক ধাক্কায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ফলে বছরের শেষ দিন এবং তার পর ফিরতে পারে চেনা শীতের আমেজ। কলকাতায় ১৪ ডিগ্রির নীচে পারদ নেমে যেতে পারে বলে আশাবাদী আবহবিদেরা।