Himachal Pradesh Snowfall

বরফে বিপর্যস্ত হিমাচল, শুধু কুলুর রাস্তাতেই পাঁচ হাজার পর্যটক আটকে! উদ্ধারকাজ চলছে

হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অংশে ভারী তুষারপাত চলছে। ফলে সমস্যায় পড়েছেন পর্যটকেরা। শুক্রবার রাতে কুলুর রাস্তায় আটকে পড়েছিলেন অন্তত পাঁচ হাজার পর্যটক। উদ্ধারকাজ চলছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৯
টানা তুষারপাতের জেরে হিমাচল প্রদেশের রাস্তায় সমস্যায় পর্যটকেরা।

টানা তুষারপাতের জেরে হিমাচল প্রদেশের রাস্তায় সমস্যায় পর্যটকেরা। ছবি: পিটিআই।

ভারী তুষারপাত চলছে হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অংশে। বহু পর্যটক তাতে আটকে পড়েছেন। শুধু কুলুর রাস্তাতেই শুক্রবার পাঁচ হাজার পর্যটক আটকে ছিলেন বলে জানিয়েছে সেখানকার পুলিশ। তাঁদের অনেককেই উদ্ধার করা হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। তুষারপাতের কারণে কুলুতে যান চলাচল থমকে গিয়েছে। রাস্তা থেকে বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। হিমাচলের অন্য জেলাগুলির অবস্থাও একই রকম। তুষারপাতের পাশাপাশি শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে উত্তর ভারতের এই রাজ্যের জন্য।

Advertisement

হিমাচল প্রদেশে পর্যটকদের অন্যতম আকর্ষণ কুলু। প্রতি বছর শীত পড়লে বহু মানুষ সেখানে ঘুরতে যান। কিন্তু এ বছর তুষারপাতে পরিস্থিতি অন্যরকম হয়ে উঠেছে। সমস্যায় পড়েছেন পর্যটকেরা। কুলুর সোলাং নালা এলাকায় শুক্রবার তুষারপাতের কারণে বহু গাড়ি আটকে পড়েছিল। রাস্তার উপর সার দিয়ে হাজারের বেশি গাড়ি দাঁড়িয়ে পড়েছিল বলে জানিয়েছে কুলু পুলিশ। সে সব গাড়ির ভিতর অন্তত পাঁচ হাজার পর্যটক আটকে ছিলেন। বরফের কারণে গাড়ি এগোতে পারছিল না। শুক্রবার সারা দিন কমবেশি তুষারপাত হয়েছে কুলুতে।

কুলু পুলিশের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘২৭ ডিসেম্বর নতুন করে তুষারপাতের কারণে হাজারের বেশি গাড়ি সোলাং নালার রাস্তায় আটকে পড়েছিল। তার মধ্যে বেশিরভাগই ছিল পর্যটকদের গাড়ি। অন্তত পাঁচ হাজার পর্যটক সোলাং নালায় আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে।’’

কুলুতে ভারী তুষারপাত চলবে শনিবারও, জানিয়েছে মৌসম ভবন। সেই সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। প্রবল ঠান্ডার হাত থেকে আপাতত নিস্তার পাওয়ার কোনও সম্ভাবনা নেই। লাহুল-স্পিতি, চম্বা, কাংরা, শিমলার মতো হিমাচলের অন্য জেলাগুলিতেও বৃষ্টি এবং তুষারপাত চলছে। আগামী কয়েক দিনে সমতলেও শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। এই পরিস্থিতিতে পর্যটকদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন এবং মৌসম ভবন।

Advertisement
আরও পড়ুন