গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
প্রাণিজ প্রোটিন (দুধ, ডিম এবং মাংস) উৎপাদনের হারে লোকসভার আসনের নিরিখে দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ এবং দ্বিতীয় বৃহত্তম মহারাষ্ট্রকে ছাপিয়ে গিয়েছে তৃতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গ। সোমবার এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য়, উত্তরপ্রদেশে লোকসভার আসনের সংখ্যা ৮০। তার পরেই মহারাষ্ট্র, সেখানে আসনসংখ্যা ৪৮। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ। ওই দুই রাজ্যে আসনসংখ্যা ৪২ করে।
সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, কেন্দ্রীয় সরকারের সদ্য প্রকাশিত ‘পশুপালন পরিসংখ্যান ২০২৪’ অনুযায়ী, বাংলা এখন দেশের সর্বোচ্চ মাংস উৎপাদনকারী রাজ্য। জাতীয় উৎপাদনের ১২.৬২ শতাংশ বাংলার অবদান। দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধির হার রেকর্ড করেছে। এ ক্ষেত্রে জাতীয় গড় ৩.৭৮ শতাংশ। বাংলার ৯.৬৭ শতাংশ।’’
পোল্ট্রি খাতে ডিম উৎপাদনে জাতীয় স্তরে উৎপাদন বৃদ্ধির হারের তুলনায় বাংলায় হার অনেক বেশি বলে দাবি করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘আমাদের বার্ষিক বৃদ্ধির হার ১৮.০৭ শতাংশ। জাতীয় গড় ৩.১৮ শতাংশ।’’ এই ঘটনাকে তাঁর সরকারের ১৩ বছরের সাফল্য দাবি করে এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘এই অর্জন আমাদের উদ্ভাবনী নীতি এবং কর্মসূচির প্রমাণ। আমাদের কৃষক এবং উৎপাদকদের শক্তির পরিচয়।’’