Eastern Rail

খড়্গপুর শাখায় চলবে ওভারব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ, ২২ নভেম্বর বাতিল এক জোড়া লোকাল

০৮০৬৯ ও ০৮০৭০ সাঁতরাগাছি-ঝাড়গ্রাম-সাঁতরাগাছি মেমু স্পেশালকে ২২ নভেম্বরের জন্য বাতিল করা হয়েছে। এ ছাড়াও ওই দিন হাওড়া-ঘাটশিলা-হাওড়া এক্সপ্রেস খড়্গপুর স্টেশন থেকে ছাড়বে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ১৮:২২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার খাটকুড়া প্যাসেঞ্জার হল্ট স্টেশনে ওভারব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য ২২ নভেম্বর বাতিল করা হবে এক জোড়া লোকাল ট্রেন। তা ছাড়াও কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। বৃহস্পতিবার পূর্ব রেলের মুখ্য জনস‌ংযোগ আধিকারিকের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

Advertisement

০৮০৬৯ ও ০৮০৭০ সাঁতরাগাছি-ঝাড়গ্রাম-সাঁতরাগাছি মেমু স্পেশালকে ২২ নভেম্বরের জন্য বাতিল করা হয়েছে। এ ছাড়াও ওই দিন ১৮০৩৩ এবং ১৮০৩৪ হাওড়া-ঘাটশিলা-হাওড়া এক্সপ্রেস খড়্গপুর স্টেশন থেকে ছাড়বে।

কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ট্রেনগুলি নির্ধারিত সময়ের অন্তত ১৫-২০ মিনিট পরে ছাড়তে পারে।

Advertisement
আরও পড়ুন