West Bengal by Election

‘সিতাইয়ের তৃণমূল প্রার্থী তফসিলি জাতির নন, মনোনয়ন বাতিল করুন’! আবেদন খারিজ হাই কোর্টে

আগামী ১৩ নভেম্বর সিতাই-সহ রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সেই নির্বাচনে তৃণমূল সঙ্গীতা রায়কে প্রার্থী করেছে। তবে তাঁর নির্বাচনী হলফনামা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৩:০৯
Calcutta High Court dismissed PIL case seeking cancellation of the nomination of TMC candidate of Sitai

সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের মনোনয়ন বাতিল চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা। —ফাইল চিত্র।

সিতাই উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে দায়ের জনস্বার্থ মামলা খারিজ। আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। অভিযোগ, তৃণমূল প্রার্থী নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তথ্য গোপন করেছিলেন। তিনি তফসিলি জাতির অন্তর্ভুক্ত নন। তা হলফনামায় জানাননি। তাতে অবশ্য আমল দেয়নি কলকাতা হাইকোর্ট।

Advertisement

আগামী ১৩ নভেম্বর সিতাই-সহ রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সেই নির্বাচনে তৃণমূল সঙ্গীতা রায়কে প্রার্থী করেছে। বিধি অনুযায়ী কমিশনে মনোনয়নপত্র এবং হলফনামাও জমা করেন তিনি। তার পরই আসরে নামেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, কমিশনে সঙ্গীতা যে জাতিগত শংসাপত্র জমা করেছেন, তা ঠিক নয়। নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করেছেন তিনি। এ নিয়ে কমিশনের দ্বারস্থও হয় বাম এবং কংগ্রেস। যদিও সে ব্যাপারে কমিশন কোনও পদক্ষেপ করেনি। তার পরই হাই কোর্টে মামলা দায়ের হয়।

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। তাঁর আবেদন, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করেছেন সিতাইয়ের তৃণমূল প্রার্থী। তিনি তফসিলি জাতি না হয়েও ‘ভুয়ো’ জাতিগত শংসাপত্র জমা করেছেন। তাই তাঁর মনোনয়নপত্র বাতিল করা হোক। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলাটির শুনানি ছিল। তবে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, ওই বিষয়ে আদালত কোনও হস্তক্ষেপ করবে না। আদালতে মামলা খারিজ হয়ে যাওয়ায় নির্বাচনে লড়তে আপাতত আর কোনও বাধা রইল না সঙ্গীতার।

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর সিতাই বিধানসভার উপনির্বাচনে ভোটগ্রহণ রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে লড়ে জিতেছিলেন জগদীশচন্দ্র বর্মা। তবে ২০২৪ সালে তাঁকেই কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল। জিতে তিনি সাংসদ হওয়ায় সিতাইয়ে এই উপনির্বাচন। তৃণমূল প্রার্থী করেছে সঙ্গীতাকে। তাঁর বিরুদ্ধেই কংগ্রেসের টিকিটে লড়ছেন হরিহর রায়। কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ায় এখানে প্রার্থী দিয়েছে বামেরাও। তারা ফরওয়ার্ড ব্লকের অরুণকুমার বর্মাকে প্রার্থী করেছে। বিজেপির প্রার্থী দীপক রায়।

Advertisement
আরও পড়ুন