—প্রতীকী ছবি।
তরুণীর সর্ব ক্ষণের সঙ্গী তাঁর পোষ্য। সেই পোষ্যের জন্মদিন বলে কথা! তাই বেশ ঘটা করেই পোষ্যের জন্মদিন পালন করলেন তরুণী। জন্মদিনের অনুষ্ঠানে শ’তিনেক অতিথিদের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। জন্মদিন উপলক্ষে খরচ করেছিলেন লক্ষ লক্ষ টাকা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণীর নাম স্বপ্না সোনা। ঝাড়খণ্ডের জামশেদপুরের কদমা এলাকার বাসিন্দা তিনি। পেশায় সমাজসেবী তিনি। তাঁর পোষ্য কুকুরের নাম রেখেছেন রোজ় সোনা। রোজ়ের যখন মাত্র ছ’মাস বয়স, তখন তাকে বাড়ি নিয়ে এসেছিলেন স্বপ্না। তার পর থেকে রোজ়কে কাছছাড়া করেন না তিনি। ঘুরতে গেলেও রোজ়কে নিয়ে যান স্বপ্না। চলতি মাসে ছ’বছরে পা দিয়েছে রোজ়। তার জন্মদিন উপলক্ষে চোখধাঁধানো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তরুণী।
নিমন্ত্রিতদের তালিকায় ছিল তিনশোর বেশি অতিথি। ৪০ হাজার টাকা খরচ করে কেক কিনেছিলেন স্বপ্না। জানা যায়, অতিথিদের নাচগানের জন্য ডিজে-র ব্যবস্থা করেছিলেন তিনি। সর্বসাকুল্যে পোষ্যের জন্মদিন উপলক্ষে পাঁচ লক্ষ টাকা খরচ করেছিলেন তিনি। স্থানীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে দেওয়ার সময় স্বপ্না বলেন, ‘‘আমি নিজেকে ‘সিঙ্গল মাদার’ মনে করি। রোজ় আমার কন্যা। ওর যখন ছ’মাস বয়স তখন দত্তক নিয়েছি। খুবই ভালবাসি ওকে।’’
জানা যায়, পোষ্যের রক্ষণাবেক্ষণের জন্য এক জন সব সময় স্বপ্নার বাড়িতে থাকেন। রোজ়ের রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ করেন স্বপ্না। রোজ়ের সঙ্গে ঘুরতে যাবেন বলে ২০ লক্ষ টাকা দিয়ে একটি গাড়িও কিনেছেন তিনি।