Bongaon

সাত সকালে প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য বনগাঁয়

সোমবার সকালে বনগাঁর কালুপুরে একটি মাছের ভেড়িতে ওই গুলি চলার ঘটনা ঘটেছে। গুলিতে জখম হয়েছেন অসিত অধিকারী নামে এক ব্যবসায়ী। অসিত বনগাঁর বক্সীপল্লি এলাকার বাসিন্দা। তাঁর পিঠে গুলি লেগেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১২:১৮
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

সাত সকালে বনগাঁয় চলল গুলি। সোমবার সকালে বনগাঁর কালুপুরের ওই ঘটনায় জখম হয়েছেন এক ব্যবসায়ী। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বনগাঁর কালুপুরের একটি মাছের ভেড়িতে গুলি চলার ঘটনা ঘটেছে। গুলিতে জখম হয়েছেন অসিত অধিকারী নামে এক ব্যবসায়ী। অসিত বনগাঁর বক্সীপল্লি এলাকার বাসিন্দা। তাঁর পিঠে গুলি লেগেছে। তাঁকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সোমবার সকালে কালুপুরের ওই মাছের ভেড়ি থেকে ফিরছিলেন অসিত। তখনই এক আততায়ী বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। স্থানীয়দের দাবি, দুই রাউন্ড গুলি চালানো হয়। তার মধ্যে একটি গুলি ব্যবসায়ীর পিঠে লাগে। সঙ্গে সঙ্গে গুরুতর জখম অবস্থায় তাঁকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

তবে, কী কারণে ওই ব্যবসায়ীর উপর হামলা চালানো হল, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আততায়ী যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

আরও পড়ুন
Advertisement