Illegal Constructions

দুর্নীতি দেখলে কড়া পদক্ষেপ করুন, তবে অন্যেরাও ভয় পাবে! বেআইনি নির্মাণ নিয়ে রাজ্যকে বলল আদালত

বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের হলফনামা দেখে অসন্তুষ্ট হাই কোর্ট। ওই বেআইনি নির্মাণটি ভাঙার জন্য কলকাতা পুলিশকে পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৫:১৭
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। —ফাইল চিত্র।

দুর্নীতি দেখলেই কিছু কড়া পদক্ষেপ করুন। তবে ভবিষ্যতে বাকিরা ভয় পাবেন। বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের উদ্দেশে এমনটাই মন্তব্য করল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ওয়াটগঞ্জে একটি বেআইনি নির্মাণের অভিযোগ সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি ছিল। ওই বেআইনি নির্মাণটি ভাঙার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত। হাই কোর্ট জানিয়েছে, ওই এলাকায় বেআইনি নির্মাণ ভাঙার কাজে পদক্ষেপ করতে হবে পুলিশকে। আগামী ১৬ মে’র মধ্যে বাড়ি খালি না-করলে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

Advertisement

ওয়াটগঞ্জের ওই বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার হাই কোর্টে হলফনামা জমা দেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিক। ওই হলফনামা দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম। তাঁর পর্যবেক্ষণ, এটি হলফনামার ধরন? পুরসভা বাড়ির পরিকাঠামো দেখবে, এক জন ইঞ্জিনিয়ার বাড়ি পরীক্ষা করবেন। বেআইনি কী হয়েছে, কতটা হয়েছে তা নিয়ে রিপোর্ট দেবেন এটাই স্বাভাবিক। ওই অফিসার তা না-করে, যাঁর বিরুদ্ধে অভিযোগ তাঁর সঙ্গে মিলে কাজ করছেন! প্রধান বিচারপতির প্রশ্ন, “নিজেকে কি অতিচালাক মনে করেন?” হলফনামা দেখে অসন্তুষ্ট প্রধান বিচারপতির মন্তব্য, “কাকে সাহায্য করছেন ওই অফিসার? এখনই তাঁকে সাসপেন্ড করছি। এসএন ব্যানার্জি রোডের অফিস থেকে বাড়ি যেতে হবে না। সোজা জেলে পাঠাব। কেন হলফনামা দিয়ে আদালতকে ভুল বোঝানো হচ্ছে?”

একই সঙ্গে রাজ্যের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে আদালত। রাজ্যের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতির মন্তব্য, “থানার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তারা মামলাকারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। দুর্নীতি দেখলে কিছু পদক্ষেপ করুন। তাতে আগামী দিনে অন্যেরা ভয় পাবেন!” আগামী ১৬ মে’র মধ্যে ওয়াটগঞ্জের ওই বাড়ি খালি না-হলে পুলিশকে পদক্ষেপ করার জন্যও বলেছে হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। মামলার পরবর্তী শুনানির দিন আদালতে ছবি দেখিয়ে জানাতে হবে যে ওই বেআইনি নির্মাণ ভাঙার কাজ হয়েছে।

Advertisement
আরও পড়ুন