Body Recovered

বিরিয়ানি খেতে বেরিয়ে নিখোঁজ কিশোরী, কয়েক ঘণ্টা পরে দেহ নিয়ে বাড়ি ফিরল বন্ধু!

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ বান্ধবীদের সঙ্গে ওই কিশোরী বাড়ি থেকে বেরিয়েছিল বিরিয়ানি খাওয়ার নাম করে। অনেকটা সময় কেটে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হন পরিবারের লোকজন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ২৩:২১

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বন্ধুদের সঙ্গে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় কিশোরী। পরে তাকে বাড়িতে নিয়ে আসে তার বন্ধু। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই বন্ধুর দাবি, শিলিগুড়ির উত্তরকন্যার কাছে রাস্তার পাশে একটি জঙ্গলে মৃত অবস্থায় কিশোরীকে পেয়েছে সে। কিশোরের বক্তব্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃতার বয়স ১৪ বছর। সে ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

Advertisement

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ বান্ধবীদের সঙ্গে ওই কিশোরী বাড়ি থেকে বেরিয়েছিল বিরিয়ানি খাওয়ার নাম করে। অনেকটা সময় কেটে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হন পরিবারের লোকজন। শুরু হয় মেয়ের খোঁজ। সে সময় কিশোরীর এক বন্ধু ফোন করে জানায়, কিশোরীর অবস্থা আশঙ্কাজনক। কিছু ক্ষণ পরে নাবালিকাকে বাড়িতে নিয়ে আসে সে। কিশোরীকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় এনজেপি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, কিশোরীর পুরুষ বন্ধু তার দেহ উত্তরকন্যার পার্শ্ববর্তী এক জঙ্গল থেকে উদ্ধার করেছে। সেখানে কী ভাবে পৌঁছোল সে, কী ভাবে তার মৃত্যু হল, রয়েছে প্রশ্ন।

Advertisement
আরও পড়ুন