Rajya Sabha

Rajya Sabha: দীনেশের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে উপনির্বাচন ৯ অগস্ট, জানাল নির্বাচন কমিশন

তৃণমূলের রাজ্যসভা সাংসদ দীনেশ ত্রিবেদী বিজেপি-তে যোগ দেওয়ার পরে গত ১২ ফেব্রুয়ারি ইস্তফা দিয়েছিলেন।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২১ ১৩:০৩
গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আগামী ৯ অগস্ট পশ্চিমবঙ্গে রাজ্যসভা একটি আসনে উপনির্বাচন হবে। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে এ বিষয়ে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

তৃণমূলের রাজ্যসভা সাংসদ দীনেশ ত্রিবেদী বিজেপি-তে যোগ দেওয়ার পরে গত ১২ ফেব্রুয়ারি ইস্তফা দিয়েছিলেন। সেই আসনটিতেই উপনির্বাচন হবে আগামী ৯ অগস্ট। অন্যদিকে, তৃণমূলের মানস ভুইয়াঁ বিধানসভা ভোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশের পরে মার্চ মাসে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন। কিন্তু সেই আসনে উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি কমিশন।

Advertisement

কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ২২ জুলাই রাজ্যসভা উপনির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২৯ জুলাই পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২ অগস্ট। ৯ অগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্য বিধানসভায় চলবে ভোটদান পর্ব। সে দিনই বিকেল ৫টার পর গণনা এবং ফল প্রকাশ। উপনির্বাচনে জয়ী প্রার্থী ২০২৬ সালের ২ এপ্রিল পর্যন্ত সাংসদ পদে থাকবেন।

Advertisement
আরও পড়ুন