Waqf Motion Discussions

ওয়াকফ বিতর্কে কক্ষত্যাগ বিজেপি বিধায়কদের, ধ্বনি ভোটে বিরোধীশূন্য রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ

বিরোধীশূন্য বিধানসভায় ধ্বনি ভোটে পাস হয়ে গেল রাজ্য সরকারের আনা ওয়াকফ বিল বিরোধী প্রস্তাব। সোমবার বিধানসভায় ওয়াকফ বিলবিরোধী প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ২০:০৮
BJP MLAs walk out on Waqf Motion discussion, TMC passes proposal by voice vote in opposition empty assembly

(বাঁ দিকে) শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল ছবি।

ওয়াকফ প্রস্তাব নিয়ে দু’দিনের আলোচনা শেষ হল পশ্চিমবঙ্গ বিধানসভায়। সেই আলোচনার শেষে ওয়াক আউট করলেন বিজেপি বিধায়করা। বিরোধীশূন্য বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেল রাজ্য সরকারের আনা ওয়াকফ বিল বিরোধী প্রস্তাব। সোমবার বিধানসভায় ওয়াকফ বিলবিরোধী প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বক্তৃতায় যে সমস্ত অভিযোগ কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে এনেছিলেন, মঙ্গলবার মূলত সেইসব অভিযোগের জবাব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের তরফে এই বিষয়ে বক্তৃতা করেন লালগোলার বিধায়ক মহম্মদ আলি, প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, কান্দির বিধায়ক অপূর্ব সরকার, আমডাঙার বিধায়ক রফিকুর রহমান।

Advertisement

শুভেন্দু ছাড়াও বিজেপি পক্ষে বক্তৃতা করেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাঁও। এ ছাড়াও এই বিষয়ে বক্তৃতা করেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুভেন্দুর বক্তৃতা শেষে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়কেরা। বিরোধীদের জন্য বিধানসভায় শাসকদলের হয়ে অবস্থান স্পষ্ট করেন আইনমন্ত্রী মলয় ঘটক। যে হেতু বিধানসভায় তৃণমূলের পক্ষে এই প্রস্তাব এনেছিলেন পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শেষ পর্যায়ে তিনিও প্রস্তাবের পক্ষে বক্তৃতা করে আক্রমণ করেন কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারকে। পরে সংবাদমাধ্যমকে বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, ‘‘মুখ্যমন্ত্রী অসত্য কথা বলে গিয়েছিলেন গতকাল। মোট চারটি বৈঠকে কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পর্কে মতামত জানতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিল। চারটির মধ্যে কেবল দু’টি মাত্র বৈঠকে প্রতিনিধিরা হাজির হলেও, কোনও মতামত দেননি। আর বিধানসভায় এই সংক্রান্ত আলোচনা অর্থহীন।"

Advertisement
আরও পড়ুন