Water Sports

ঢেউয়ের তালে সার্ফিং করছেন সচিন-কন্যা সারা, দেশে কোথায় কোথায় হয় এমন জলক্রীড়া?

সাগরে সার্ফিং করছেন সারা তেন্ডুলকর। সারার মতো আপনিও জলক্রীড়াটি শিখতে চান? এ দেশে কোথায় সেই সুযোগ আছে?

Advertisement
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১০:২২
সার্ফিং করছেন সারা তেন্ডুলকর।

সার্ফিং করছেন সারা তেন্ডুলকর। ছবি: ইনস্টাগ্রাম।

সমুদ্রে একটি বোর্ডের সাহায্যে শরীরের ভারসাম্য বজায় রেখে ঢেউয়ের গতিতে ছুটে চলা। টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে এমন দৃশ্য অনেকেই দেখে থাকবেন। একেই বলা হয় সার্ফিং। সম্প্রতি সেই জলক্রীড়াই উপভোগ করতে দেখা গেল সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরকে।

Advertisement

সার্ফিংয়ের বোর্ড নিয়ে রকমারি ভঙ্গিতে সমাজমাধ্যমে ছবি দিয়েছেন সারা। ভাগ করে নিয়েছেন ভিডিয়োও। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এক সৈকতে তিনি সার্ফিং শেখার চেষ্টা করছেন। কিন্তু কী এই জলক্রীড়া? এ দেশে কি হয় না?

ছবি: ইনস্টাগ্রাম।

ছবি: ইনস্টাগ্রাম।

সার্ফিং কী?

সাগরের বুকে ঢেউয়ের আগে দুরন্ত গতিতে এগিয়ে যাওয়ার এই ক্রীড়া পরিচিত সার্ফিং নামে। যিনি সার্ফ করেন, তাঁকে বলা হয় সার্ফার। ক্রীড়ায় ব্যবহার হয় বিশেষ বোর্ড। সেই বোর্ডের সাহায্যে শরীরের ভারসাম্য বজায় রেখে জলের উপরে এগিয়ে যান সার্ফার। শান্ত সাগর নয়, বরং ঢেউকে হারিয়ে ছুটে চলায় এর রোমাঞ্চ। সার্ফিংয়ের বোর্ডও বিভিন্ন ধরনের হয়।

ভারতে কোথায় রয়েছে সার্ফিংয়ের সুযোগ?

ভারতেও বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলে এই ধরনের জলক্রীড়া করার সুযোগ রয়েছে। সেই তালিকায় রয়েছে গোয়া, কেরল, কর্নাটক, আন্দামান-সহ একাধিক জায়গা। সার্ফিং শেখার ইচ্ছা থাকলে ঘুরে আসা যায় চারটি জায়গা থেকে।

সার্ফিং বোর্ড।

সার্ফিং বোর্ড। ছবি: সংগৃহীত।

মাল্কি: কর্নাটকের ম্যাঙ্গালোরের কাছে রয়েছে মাল্কি বলে ছোট একটি জায়গা। সেখানেই রয়েছে মাল্কি সমুদ্রসৈকত। দু’-তিন ফুট ঢেউ হয় এখানে। মাল্কির সমুদ্রসৈকতে সার্ফিং শেখার সুযোগ রয়েছে। দেশে এটি জনপ্রিয় একটি সার্ফিংয়ের স্থান। যদি সার্ফিংয়ের জন্য না-ও যান, ঘুরে আসতে পারেন এই স্থান থেকে। পাহাড় এবং সবুজে ঘেরা সৈকতের রূপ নজর কাড়বেই।

আরামবোল: গোয়ার আরামবোল-সহ একাধিক সমুদ্রসৈকতেও সার্ফিং করানো হয়। এখানে সার্ফিং শেখানোর স্কুলেও আছে। উত্তর গোয়ার ছবির মতো সাজানো সৈকত আরামবোল। যাঁরা শিখতে চাইছেন অক্টোবর থেকে মার্চ তাঁদের জন্য আদর্শ। এই সময় গোয়ার আবহাওয়াও চমৎকার থাকে।

সেরেনিটি: পুদুচেরির সেরিনিটি সমুদ্রসৈকতেও সার্ফিং শেখার স্কুল রয়েছে। দেড় ঘণ্টা ক্লাসের জন্য খরচ পড়ে ১৫০০ টাকা। সাঁতার না জানলেও শেখা যায়। প্রথমে মৌখিক প্রশিক্ষণ চলে। সরঞ্জাম, নিরাপত্তা নিয়ে। তার পর জলে নিয়ে গিয়ে হাতেকলমে শেখানো হয়।

বাটলার বে বিচ: আন্দামানের এই সৈকতেও সার্ফিং করানো হয়। স্বচ্ছ জল, অপূর্ব প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে জলক্রীড়া করতে হলে বেছে নিতে পারেন এই সৈকতটি।

Advertisement
আরও পড়ুন