Viral Video

রাস্তা যেন খেলার মাঠ! জনবসতিতে ঢুকে পড়ে লাফিয়ে বেড়াচ্ছে ক্যাঙারু! ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, ফাঁকা রাস্তায় লাফাতে লাফাতে একটি ক্যাঙারু এক দিক থেকে অন্য দিকে চলে যাচ্ছে, যেন পুরোটাই তার কাছে খেলার মাঠ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১০:২৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তার দু’দিকে বাড়ি। কয়েকটি বাড়ির সামনে পার্ক করা রয়েছে গাড়িও। রাস্তায় লোকজনের ভিড় নেই। একেবারেই শান্ত। সেই ফাঁকা রাস্তাই যেন খেলার মাঠ হয়ে দাঁড়াল ক্যাঙারুর কাছে। রাস্তায় লাফিয়ে বেড়াতে লাগল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, ফাঁকা রাস্তায় লাফাতে লাফাতে একটি ক্যাঙারু এক দিক থেকে অন্য দিকে চলে যাচ্ছে, যেন পুরোটাই তার কাছে খেলার মাঠ। ঘটনাটি অস্ট্রেলিয়ায় ঘটেছে।

ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, অস্ট্রেলিয়ার বাসিন্দা হলে পথেঘাটে ক্যাঙারুর দেখা পাওয়া অস্বাভাবিক কিছু নয়। গাড়িঘোড়া, লোকজনের মাঝে রাস্তায় হঠাৎ করে ক্যাঙারু চলে আসতেই পারে। এই ঘটনায় অবাক হওয়ার কিছু নেই। ভিডিয়োটি দেখে তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। কেউ কেউ আবার উদ্বেগও প্রকাশ করেছেন। এক জন লিখেছেন, ‘‘এ ভাবে জনবসতিতে ঢুকে পড়লে তো বিপদের আশঙ্কাও থাকতে পারে।’’

Advertisement
আরও পড়ুন