বিধানসভায় বিজেপি বিধায়কদের লক্ষ্য করে স্লোগান দেওয়ার অভিযোগ। এই নিয়ে বিধানসভার সচিব সুকুমার রায়কে প্রতিবাদপত্র দিলেন বিজেপি বিধায়কেরা। অভিযোগ করলেন, বিধানসভায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। শুক্রবার বিকেলে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়েরের কথাও জানিয়েছে তারা। তৃণমূলের তরফে জানানো হয়েছে, চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে সরকার। তাই আনন্দে স্লোগান দিয়েছেন বিধানসভার কর্মীরা। বিজেপির অভিযোগ ‘ভিত্তিহীন’।
বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করা হয়েছে। অধিবেশন শেষে বিজেপি বিধায়কেরা যখন বেরিয়ে যাচ্ছিলেন, তখন তাঁদের উদ্দেশে স্লোগান দিতে থাকেন বিধানসভার কয়েক জন কর্মী। বিজেপির অভিযোগ, যাঁরা তাঁদের ‘ধাওয়া’ করে স্লোগান দিচ্ছিলেন, সকলেই তৃণমূল বিধায়ক বা কাউন্সিলরের ঘনিষ্ঠ। বিজেপির দাবি, ওই দলে ছিলেন কলকাতা পুরসভার কাউন্সিল মৌসুমী দাসের দেওর, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের ভাই। তাঁরা ‘মমতা ব্যানার্জি জিন্দাবাদ’, ‘তৃণমূল জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছিলেন বলে অভিযোগ। বিধানসভায় নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশে নিষেধ রয়েছে স্পিকারের। বিজেপি বিধায়কেরা জানিয়েছেন, তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন।
বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছে। সেই আনন্দে স্লোগান দিয়েছেন বিধানসভার কর্মীরা। বিজেপির অভিযোগ ভিত্তিহীন।’’ বিজেপি এই কথা মানছে না। তাদের দাবি, শাসকদল বিধানসভাকে পার্টি অফিসে পরিণত করেছে। শুক্রবার বিকেলে হেয়ার স্ট্রিট থানায় যাচ্ছে বিজেপি পরিষদীয় দল। সেখানে বিধানসভার যে কর্মীরা স্লোগান দিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ করবে। বিজেপির তরফে জানানো হয়েছে, পুলিশ ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবে তারা।
শুক্রবার সন্ধ্যায় বাজেট পেশ হয়ে যাওয়ার পর শুভেন্দু গেটের কাছে গাড়িতে উঠে পড়েন। আচমকা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এসে তাঁকে জানান, তাঁর গাড়ি বার করা যাচ্ছে না। সেই সময়ে মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য বিধানসভা চত্বরে মমতার নামে জয়ধ্বনি দিতে থাকেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তাঁরা অগ্নিমিত্রার গাড়ি ঘিরে রাখেন বলে অভিযোগ। শুনে শুভেন্দু গাড়ি থেকে নেমে অগ্নিমিত্রার সঙ্গে যান। তার পরেই দুই পক্ষের স্লোগান-যুদ্ধ শুরু হয়ে যায়। এক দিকে তৃণমূলপন্থী সরকারি কর্মচারীরা ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকেন। অন্য দিকে, ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি বিধায়কেরা। বিজেপি বিধায়কেরা সকলে বার হয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।