Suvendu Adhikari

জল প্রকল্পে কয়েকশো কোটির দুর্নীতির অভিযোগ শুভেন্দুর, প্রমাণ করুন, চ্যালেঞ্জ তৃণমূলের

বাড়ি বাড়ি নলবাহিত জল প্রকল্পে ফেরুল কেনার ক্ষেত্রে বহু কোটি টাকার দুর্নীতির অভিযোগ শুভেন্দুর। অভিযোগ তো করছেন, প্রমাণ করতে পারবেন তো? পাল্টা কটাক্ষ ছুড়ে দিল তৃণমূল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১৮:৫৪
দুর্নীতির অভিযোগ শুভেন্দুর।

দুর্নীতির অভিযোগ শুভেন্দুর। — ফাইল ছবি।

কেন্দ্রীয় জল প্রকল্পে রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবারের মধ্যে তথ্যপ্রমাণ-সহ সমস্ত অভিযোগ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতের কাছে পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন করবেন বলে জানিয়েছেন তিনি। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

শুভেন্দু অভিযোগ করেন, রাজ্যে নলবাহিত জল প্রকল্পে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে। বাজারমূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে ফেরুল কেনা হয়েছে বলে দাবি তাঁর। দুর্নীতির পিছনে রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় জড়িত বলেও অভিযোগ শুভেন্দুর। শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘‘পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১ কোটি ৮৬ লক্ষ বাড়িতে জলজীবন মিশনের নলবাহিত জলের কাজ সমাপ্ত হয়েছে বা চলছে। এ জন্য ফেরুল কেনা হয়েছে ১ কোটি ৮৬ লক্ষ। খরচ হয়েছে ১,০৮৬ কোটি টাকা। খোলা বাজারে যে ফেরুলের ২১৩ টাকা দাম, সেই ফেরুল কেনা হয়েছে ৫৭০ টাকায়। এতে অন্তত ৫০০ কোটি টাকা কাটমানি বিলি হয়ে গিয়েছে। ৪টি এজেন্সি ফেরুল সরবরাহ করেছে। সোমবারের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতকে সমস্ত তথ্য পাঠিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব।’’

Advertisement

যদিও বিরোধী নেতার দুর্নীতির অভিযোগ মানতে চায়নি তৃণমূল। সাংসদ শান্তনু সেন বলেন, ‘‘তিনি যখন অভিযোগ করছেন, প্রমাণ করার দায়িত্বও তাঁকেই নিতে হবে। শুভেন্দু আসলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে কোণঠাসা হয়ে পড়েছেন। তাই এ সব বলে ভেসে থাকতে চাইছেন। তাঁকে টাকা নিতে গোটা পৃথিবী দেখেছে। তা নিয়ে কী বলবেন? জেল থেকে বাঁচতেই তো বিজেপিতে নাম লিখিয়েছেন, তাঁর গ্রহণযোগ্যতা কী আছে?’’

আরও পড়ুন
Advertisement