Crime

বাবার দেখভাল করা নিয়ে বিবাদ, মাথায় পাথর ঠুকে ভাইকে খুন করলেন দাদা!

পারিবারিক বিবাদের জেরে ভাইকে পাথর মেরে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১৮:২৪
অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রতীকী ছবি।

পারিবারিক বিবাদের জেরে পাথর দিয়ে মাথায় আঘাত করে ভাইকে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের জগৎগিরিগুত্তা এলাকায়।

সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃদ্ধ বাবাকে দেখভাল করা নিয়ে গত বুধবার রাতে দুই ভাইয়ের মধ্যে বিবাদ বাধে। বাবার ঠিকমতো দেখভাল করছে না ভাই, এ নিয়েই চোটপাট করেন বড়দা। বিবাদ গড়ায় এর পরই রাস্তা থেকে পাথর তুলে এনে ভাইয়ের মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। ভাইকে মারার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেন ওই ব্যক্তি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত কোমেরা ইয়োনা (৪২) পেশায় অটোচালক। তাঁর দাদা কোমেরা ডেভিড পেশায় পেট্রল ট্যাঙ্কার চালক। তাঁরা জগৎগিরিগুত্তার দীনবন্ধু কলোনির বাসিন্দা। ভাইয়ের সঙ্গে গোলমালের সময় ডেভিড মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি করা হয়েছে।

ভাইকে খুনের পরই এলাকা ছেড়ে পালান তিনি। বৃহস্পতিবার তাঁকে ওই এলাকা থেকেই পাকড়াও করা হয়েছে। অভিযুক্ত ডেভিডের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন