Nandini Chakraborty & Suvendu Adhikari

স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনী চক্রবর্তীর নিয়োগ ‘অবৈধ’! প্রতিবাদে আদালতে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু

সরকার কোনও সিদ্ধান্ত ঘোষণা করলে সঙ্গে সঙ্গে এক্স হ্যান্ডলে পোস্ট করে নিজের বক্তব্য জানিয়ে দেন বিরোধী দলনেতা। কিন্তু স্বরাষ্ট্রসচিব নিয়োগের পর অবস্থান জানাতে কিছুটা সময় নিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ ১৪:১১
BJP leader Suvendu Adhikari will file a case against the appointment of Nandini Chakraborty as Home Secretary

(বাঁ দিকে) নন্দিনী চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারী (ডান দিকে)। —ফাইল চিত্র।

স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনী চক্রবর্তীর নিয়োগকে ‘অবৈধ’ বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার আনন্দবাজার অনলাইনকে শুভেন্দু জানিয়েছেন, এই অবৈধ নিয়োগের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন তিনি।

Advertisement

রবিবার ২০২৩ সালের শেষ দিনে বিজ্ঞপ্তি জারি করে নতুন স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিবের নাম ঘোষণা করে নবান্ন। অন্য দিকে, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী অবসর নেওয়ায় তাঁকে মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার পদ দেওয়া হয়। তাঁর জায়গায় স্বরাষ্ট্রসচিব থেকে উন্নীত হয়ে মুখ্যসচিব হন বিপি গোপালিক। কিন্তু রাজ্য প্রশাসনে চমক দিয়ে পর্যটন সচিব নন্দিনীকে করা হয় স্বরাষ্ট্রসচিব। সরকারি ঘোষণার পর সোমবার থেকে নবান্নে নিজের দফতরে এসে কাজ শুরু করেছেন নতুন স্বরাষ্ট্রসচিব। আর তার ঠিক এক দিন পরেই বিরোধী দলনেতা শুভেন্দু তাঁর নিয়োগকে সরাসরি ‘অবৈধ’ বলেছেন। সঙ্গে জানিয়ে দিয়েছেন নন্দিনীর ‘অবৈধ’ নিয়োগের বিরুদ্ধে তিনি আদালতের দ্বারস্থ হবেন।

সাধারণত সরকার কোনও সিদ্ধান্ত ঘোষণা করলে সঙ্গে সঙ্গেই এক্স হ্যান্ডলে পোস্ট করে নিজের প্রতিবাদের কথা জানিয়ে দেন বিরোধী দলনেতা। কিন্তু এ ক্ষেত্রে নিজের অবস্থান জানাতে খানিক বিলম্বই করেছেন তিনি। রবিবার স্বরাষ্ট্রসচিব নিয়োগের ৪৮ ঘণ্টা পর নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানাচ্ছে, নন্দিনীকে স্বরাষ্ট্রসচিব পদে নিয়োগের পর বহু আইনগত নথি খতিয়ে দেখেছেন বিরোধী দলনেতা। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত বেশ কিছু আধিকারিকের থেকেও নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে জেনেছেন। তার পরেই প্রস্তুতি নিয়ে এক্স হ্যান্ডলে প্রতিবাদ করেছেন তিনি। সঙ্গে যাবতীয় তথ্য এবং নথি সংগ্রহ করে আদালতে যাওয়ার প্রস্তুতিও নিয়ে ফেলেছেন শুভেন্দু।

নিজের এক্স হ্যান্ডলে তিনি রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি, স্বারাষ্ট্রসচিবের নিয়োগকে ‘অবৈধ’ বলেছেন। নন্দীগ্রামের বিধায়ক দাবি করেছেন, ‘‘রাজ্য প্রশাসনের ১৩ জন অতিরিক্ত মুখ্যসচিব এবং ৫ জন প্রধানসচিবকে বাদ দিয়ে স্বরাষ্ট্র দফতর অবৈধ ভাবে স্বরাষ্ট্রসচিব নিয়োগ করেছে।’’ তিনি যে এই বিষয়টি নিয়ে অনেক দূর পর্যন্ত যাবেন, সেই ইঙ্গিতও দিয়েছেন। শুভেন্দু স্বরাষ্ট্রসচিব নিয়োগের প্রক্রিয়াকে অবৈধ দাবি করে, তা কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গাউবা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লা, প্রশাসনিক এবং প্রশিক্ষণ মন্ত্রকের সচিব এস রাধা চৌহানকেও জানিয়েছেন। সঙ্গে আইএএস আধিকারিকদের সংগঠনকেও জানিয়েছেন তিনি। শুভেন্দুর কথায়, ‘‘শুধু স্বরাষ্ট্রসচিব পদেই নয়, এর আগেও একাধিক পদে অবৈধ ভাবে আধিকারিকদের নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী। রাজীব কুমার আইপিএস হওয়া সত্ত্বেও তাঁকে তথ্য এবং প্রযুক্তি দফতরের সচিব করা হয়েছিল। যা পুরোপুরি অবৈধ।’’

Advertisement
আরও পড়ুন