Arrest

ধৃত ইরানের তিন যুবক

বিএসএফের এক আধিকারিক সোমবার বলেন, ‘‘আব্দুল মোকারাম, মহম্মদ হানিফ, আব্দুল সালাম নামে ওই তিন জন ইরানের বাসিন্দা বলে জানা গিয়েছে। ওদের বৈধ কাগজপত্র ছিল না। অন্ধকারে অপেক্ষা করছিল, খাঁড়ি-পথে বাংলাদেশে ঢোকার জন্য।’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ০৭:০৬
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে শনিবার কাশ্মীরি সন্ত্রাসবাদী ধরা পড়েছে। রবিবার রাতে উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া সামশেরনগরে অন্ধকারে লুকিয়ে থাকা তিন ইরানের যুবক ধরা পড়ে বিএসএফের হাতে। অভিযোগ, তারা বাংলাদেশে ঢোকারমতলবে ছিল।

Advertisement

বিএসএফের এক আধিকারিক সোমবার বলেন, ‘‘আব্দুল মোকারাম, মহম্মদ হানিফ, আব্দুল সালাম নামে ওই তিন জন ইরানের বাসিন্দা বলে জানা গিয়েছে। ওদের বৈধ কাগজপত্র ছিল না। অন্ধকারে অপেক্ষা করছিল, খাঁড়ি-পথে বাংলাদেশে ঢোকার জন্য।’’ তিন জনকে বসিরহাট আদালতে এ দিন হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। বসিরহাট পুলিশ-জেলার সুপার হোসেন মেহেদি রহমান বলেন, ‘‘জিজ্ঞাসাবাদ করার সময় বিএসএফকে ধৃতেরা জানায়, তারা দিল্লিতে কাপড়ের ব্যবসা করত। ব্যাপারটা নিয়ে তদন্ত শুরু হয়েছে।’’

তিন জনের চেহারা দেখে এবং হিন্দিতে কথা বলা শুনে স্থানীয়দের সন্দেহ হয়। বিএসএফের চৌকিতে নিয়ে গিয়ে তাদের পরিচয় জানার চেষ্টা চলে। স্থানীয় কালীতলা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্যামল মণ্ডলের দাবি, ‘‘ওদের বয়স বছর ত্রিশ। বলল, দিল্লিতে ছ’বছর ছিল। ইরান থেকে বাংলাদেশ এসেছিল। তার পরে ভারতে ঢুকে দিল্লিতে থাকত। ফের বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। পাশেই বাংলাদেশ, চোখে ধুলো দিয়ে এক বার খাঁড়ি পেরোলেই হল।’’

Advertisement
আরও পড়ুন