TMC

ভয়ঙ্কর খেলা হবে, বিধানসভা ভোট নিয়ে ‘পূর্বাভাস’ অনুব্রতর

তাঁর মন্তব্য, ‘‘আমি অনুব্রত মণ্ডল। আমি মৃত্যুর ভয় করি না। কোনও কর্মীর গায়ে হাত পড়লে এক বিন্দু ছাড়ব না।’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ২১:১৪
হেতমপুরের সভায় অনুব্রত মণ্ডল।

হেতমপুরের সভায় অনুব্রত মণ্ডল। নিজস্ব চিত্র।

বিজেপিকে সরাসরি হুঁশিয়ারি দিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে দলের কর্মীদের জানিয়ে দিলেন, আগামী বিধানসভা ভোটে ‘ভয়ঙ্কর খেলা’ হতে চলেছে বীরভূমে।

সোমবার বীরভূমের হেতমপুরে তৃণমূলের জনসভায় বিজেপির উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘সাবধান। আমি নোংরামির রাজনীতি করি না। কিন্তু যদি আপনি করেন, আমি রাজি আছি। খুনের রাজনীতি করবেন না। হুঁশিয়ারি দিলাম।’’

Advertisement

সোমবার রাতে বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূল কর্মী সঞ্জিত ঘোষের খুনের প্রসঙ্গ এসেছে অনুব্রতের বক্তৃতায়। তিনি বলেন, ‘‘যদি কোনও বিজেপি কর্মী ভেবে নেন, আমরা এই ধরনের কাজ করব, বাড়ি থেকে বেরোতে দেব না।’’ সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আমি অনুব্রত মণ্ডল। আমি মৃত্যুর ভয় করি না। কোনও কর্মীর গায়ে হাত পড়লে এক বিন্দু ছাড়ব না।’’

বিজেপিকে এ ভাবেই হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের।

আগামী বিধানসভা ভোটে ‘সম্ভাব্য হিংসা’র প্রসঙ্গও এ দিন এসেছে অনুব্রতের বক্তৃতায়। তৃণমূল কর্মীদের উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘নিশ্চয়ই খেলা হবে। একশো বার খেলা হবে। ভয়ঙ্কর খেলা হবে। এই মাটিতেই খেলা হবে। পারবেন তো পগার পার করে দিতে? ঠেঙিয়ে পগার পার করে দিন।’’

হেতমপুরে বুধবারের জনসভায় দুবরাজপুর শহর ও গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী-সমর্থকেরা হাজির ছিলেন। অনুব্রত ছাড়াও মঞ্চে ছিলেন জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়, বোলপুরের সাংসদ অসিত মাল, বিধায়ক নরেশচন্দ্র বাউড়ি, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, দূবরাজপুর পুরসভার প্রশাসক তথা প্রাক্তন চেয়ারম্যান পীযূষ পাণ্ডে-সহ জেলার অন্যান্য নেতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement