ছবি : সংগৃহীত।
মেহেন্দি শুধু হাত সাজাতে নয়, সাদা চুল ঢাকতেও ব্যবহার করা হয়। নিত্য দিনের সেই কাজে দুর্ঘটনাবশত মেহেন্দির রং লেগে যেতে পারে পোশাকেও। সহজে যেতে না চাওয়া সেই দাগ জামা থেকে তুলবেন কী করে? কয়েকটি বিষয় মাথায় রাখুন।
১। প্রথমেই দাগ লাগা জায়গাটি ভিজিয়ে নিন। আর অতিরিক্ত কিছু লেগে থাকলে তা মুছে ফেলুন।
২। ধোয়ার সময় সব সময় ঠান্ডা জল ব্যবহার করুন। কারণ গরম জল ওই রং আরও বসিয়ে দিতে পারে।
৩। সাদা ভিনিগার এবং জল সম পরিমাণে মিশিয়ে প্রথমে দাগ লাগা জায়গাটি ভিজিয়ে রাখুন।
৪। এতে যদি না ওঠে দাগের উপর রাবিং অ্যালকোহল লাগিয়ে দেখুন।
৫। কিছু ক্ষণ রেখে ভাল করে ধুয়ে ফেলুন।
৬। এতেও না উঠলে ৩০ মিনিট ঈষদোষ্ণ দুধে ভিজিয়ে রাখুন । তার পরে পরিষ্কার করুন।
৭। জলে হাইড্রোজেন পারক্সাইড গুলে দাগের উপর লাগাতে পারেন। তার পরে ধুয়ে ফেললে পরিষ্কার হবে দাগ।