Cut Money Controversy

দফতরে বসেই ‘দরদাম’ করে ‘কাটমানি’ চাওয়ার ভিডিয়ো ভাইরাল, অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের

পূর্ব বর্ধমানের গলসির ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার। যদিও ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ০১:৩৬
পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা।

পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা। —নিজস্ব চিত্র।

গ্রাম পঞ্চায়েত দফতরে বসেই ঠিকাদারের কাছ থেকে ‘দরদাম’ করে ‘কাটমানি’ চাইছেন পঞ্চায়েত প্রধান! পূর্ব বর্ধমানের গলসির সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার। যদিও ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান।

Advertisement

গলসি-১ ব্লকের মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহার বিরুদ্ধে অভিযোগ, এক ঠিকাদারের কাছ থেকে তিনি কাজের মোট বরাদ্দ পরিমাণের ১০ শতাংশ হারে টাকা চাইছেন। তবে ওই ঠিকাদার তাঁকে পাঁচ হাজার টাকা দিচ্ছেন। দাবি মতো টাকা না দেওয়ায় সেই টাকা নিতে অস্বীকার করছেন প্রধান। ‘ঘুষ’- এর পরিমাণ আরও বাড়াতে বলছেন। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঠিকাদার পাঁচশো টাকার কয়েকটি নোট রেখেছেন প্রধানের টেবিলে। তারপরেই চলছে ‘দরদাম’। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

এই প্রসঙ্গে অভিযুক্ত প্রধানের দাবি, তিনি ওই টাকা হাতেই নেননি। তাঁকে বদনাম করতে পরিকল্পিত ভাবে এই কাজ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন বলেও দাবি করেছেন তিনি। অভিযোগ প্রসঙ্গে জেলা তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘এই বিষয়ে একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তবে ভিডিয়ো আসলেই তো হয় না, বিষয়টি খতিয়ে দেখে সত্যতা জানা যাবে। অভিযোগ সত্যি হলে দল তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে।’’ বিজেপির বর্ধমান সদরের জেলা সভাপতি অভিজিৎ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘‘রাজ্যে জুড়ে কাটমানি সওদা করার জন্যই পদে বসানো হয়েছে এঁদের। তৃণমূল এখন তোলামুলে পরিণত হয়েছে। সর্বত্রই চলছে কাটমানি কালচার।’’

Advertisement
আরও পড়ুন