নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আউট হয়ে ফিরছেন পাকিস্তানের এক ক্রিকেটার। ছবি: সমাজমাধ্যম।
বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ান, ফখর জ়মানদের ছাড়া নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে গিয়েছিল পাকিস্তান। তরুণরাও হতাশ করলেন। পাঁচ ম্যাচের সিরিজ় এক ম্যাচ বাকি থাকতেই হারল পাকিস্তান। শুধু হার নয়, তাদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারতে হল পাকিস্তানকে।
প্রথম দুই টি-টোয়েন্টিতে হারের পর তৃতীয় টি-টোয়েন্টি জিতেছিল পাকিস্তান। কোনও রকমে সিরিজ়ে বেঁচে ছিল তারা। কিন্তু চতুর্থ টি-টোয়েন্টি হেরে সিরিজ় হারল পাকিস্তান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান করে নিউ জ়িল্যান্ড। টিম সেইফার্ট (৪৪), ফিন অ্যালেন (৫০) ও শেষ দিকে অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের (৪৬) ব্যাটে ২০০ পার হয় নিউ জ়িল্যান্ডের।
রান তাড়া করতে নেমে পাকিস্তানের মাত্র দু’জন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছন। ইরফান খান ২৪ ও আব্দুল সামাদ ৪৪ রান করেন। তাঁরা না থাকলে আরও লজ্জায় পড়ত পাকিস্তান। নিউ জ়িল্যান্ডের পেসারদের সামনে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং। জেকব ডাফি ৪ উইকেট নেন। ৩ উইকেট নেন জ়াকারি ফোক্স। ১৬.২ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ১১৫ রানে হারে তারা।
টি-টোয়েন্টিতে এই প্রথম বার এত রানে হারল পাকিস্তান। ন’বছর আগে এই নিউ জ়িল্যান্ডের কাছেই ৯৫ রানে হেরেছিল পাকিস্তান। সেটাই ছিল টি-টোয়েন্টিতে পাকিস্তানের সবচেয়ে বড় হার। সেই হার ছাপিয়ে গেল তারা। বাবর, রিজ়ওয়ানদের ছাড়া খেলতে গিয়ে লজ্জা আরও বাড়ল পাকিস্তানের।