Viral Video

দায়িত্বশীল বিড়াল! পালক মা বাড়ি ফেরায় লাফিয়ে উঠে দরজা খুলে দিল কুশলী মার্জার, ভাইরাল ভিডিয়ো

বাইরে থেকে এক জন তরুণী এসে দরজার কড়া নাড়াচ্ছেন। সেই আওয়াজ শুনে ছুটে এল দুই বিড়াল। উঁকি মেরে দেখে নিল দরজার ও পারে কে রয়েছে। তার পর একটি বিড়াল লাফিয়ে উঠে দরজার ছিটকিনি খুলে দিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৭:২৩
cat

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই চতুর বিড়ালদের নানা রকম কীর্তির ভিডিয়ো ঘুরে বেড়াতে দেখা যায়। কখনও তারা বেড়িয়ে এসে মানুষের মতো দরজা ঠক ঠক করছে, তো কখনও আবার নিজের মালিককে ধরে পেটাচ্ছে। বাঘের সমগোত্রীয় ছোট্ট আকৃতির এই আদুরে প্রাণীর আবদারের শেষ নেই। কিন্তু সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে ধরা পড়েছে বিড়ালের এক অন্য রকম দিক। বাইরে থেকে এক জন তরুণী এসে দরজার কড়া নাড়াচ্ছেন। সেই আওয়াজ শুনে ছুটে এল দু’টি বিড়াল। উঁকি মেরে দেখে নিল দরজার ও পারে কে রয়েছে। তার পর একটি বিড়াল লাফিয়ে উঠে দরজার ছিটকিনি খুলে দিল। অপর বিড়ালটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। কুশলী বিড়ালের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদ শহরে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির বাইরে এক জন তরুণী এসে দাঁড়িয়ে রয়েছেন। বাড়ির বাইরে দাঁড়িয়ে দরজা খোলার জন্য কড়া নাড়ছিলেন তিনি। চেনা গলার স্বর শুনে দৌড়ে আসে দু’টি বিড়াল। বিড়াল দু’টি দরজার নীচ দিয়ে উঁকি মেরে পর্যবেক্ষণ করে নিল যে তারা যার কথা ভাবছে বাইরে তিনিই দাঁড়িয়ে রয়েছেন কি না। দেখতে পেল যে তাদের ভাবনাই ঠিক। দু’টি বিড়ালের মধ্যে একটি তৎক্ষণাৎ লাফিয়ে দরজার উপরে উঠে গেল। তার পর অত্যন্ত নিপুণতার সঙ্গে কায়দা করে থাবার সাহায্যে দরজার ছিটকিনি খুলে দিল মার্জারটি। দরজা খুলেই ‘ম্যাও ম্যাও’ করে তরুণীকে স্বাগত জানাল। তরুণী ঢুকলেন ঘরের ভিতর। অপর বিড়ালটি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখে গেল। করিতকর্মা বিড়ালের কাণ্ড দেখে তরুণী তো বেজায় খুশি। বিড়াল দু’টিও তরুণীর আগমনে আনন্দ পেয়েছে। দেখে মনে হচ্ছে তরুণী কখন আসবেন সেই অপেক্ষাতেই বসেছিল তারা। হয়তো সেই তরুণীই তাদের পালক মা। চালাক বিড়ালের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘সিরাজ়চৌধরি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিকে নিজেদের প্রোফাইলে শেয়ার করেছেন। ভিডিয়োটিতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক লক্ষেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। বিড়ালটির নিপুণতার প্রশংসায় পঞ্চমুখ গোটা সমাজমাধ্যম।

Advertisement
আরও পড়ুন