Arrest

কিশোরীকে ফুসলিয়ে আটক! যুবক গ্রেফতার গলসিতে

ধৃতের নাম আদর্শ দাস। বাঁকুড়ার পাত্রসায়ের থানার বেণ্ডা গ্রামে তাঁর বাড়ি। সেখান থেকেই শুক্রবার দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ২৩:২২
ধৃতের নাম আদর্শ দাস।

ধৃতের নাম আদর্শ দাস। —প্রতীকী চিত্র।

কিশোরীকে ফুসলিয়ে আটকে রাখার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ। ধৃতের নাম আদর্শ দাস। বাঁকুড়ার পাত্রসায়ের থানার বেণ্ডা গ্রামে তাঁর বাড়ি। সেখান থেকেই শুক্রবার দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয় কিশোরী।

Advertisement

পুলিশ জানিয়েছে, গলসি থানা এলাকায় বছর ষোলোর ওই কিশোরীর বাড়ি। গত ৩০ নভেম্বর সে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। তার পর থেকে তার হদিস পাননি পরিবারের লোকজন। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে আদর্শের জড়িত থাকার বিষয়ে জানতে পারে পুলিশ।

ধৃতকে শনিবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। এ দিনই ম্যাজিস্ট্রেটের কাছে কিশোরীর গোপন জবানবন্দি নথিভুক্ত করায় পুলিশ। তা দেখে তদন্তে সহযোগিতার শর্তে ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম। ধৃতের মেডিক্যাল পরীক্ষা করার জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। তা মঞ্জুর করে বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement
আরও পড়ুন