রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে বুধবার থান ইট নিয়ে ঢুকে পড়েছিলেন এক যুবক। —ফাইল চিত্র।
থান ইট নিয়ে আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে ঢুকে পড়েছিলেন এক যুবক। মন্ত্রীর দফতরে টেবিলের উপর সজোরে সেই ইট ছুড়েও মারেন। ভেঙে যায় টেবিলের কাচ। কী ভাবে নিরাপত্তার ফাঁক গলে তিনি মন্ত্রীর বাড়ির ভিতর ঢুকে পড়লেন? প্রশ্ন উঠেছে। সব সময়ই মলয়ের বাড়িতে পুলিশি নিরাপত্তা থাকে। তা সত্ত্বেও এই ঘটনা এলাকায় উদ্বেগ বাড়িয়েছে। উদ্বেগে রয়েছে মন্ত্রীর পরিবারও। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত ক্ষোভের কারণেই এই হামলা। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
মলয়ের বাড়ির ভিতরেই তাঁর দফতর রয়েছে। উপরে থাকেন তাঁর স্ত্রী সুদেষ্ণা ঘটক। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের নাম ভিক্কি কেওড়া। বুধবার বিকেল ৫টা নাগাদ আচমকা তিনি মন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েন। হাতে ছিল বড় থান ইট। দফতরের টেবিলে সেই ইট ছুড়ে মারেন তিনি। ঘটনাস্থলে কেউ ছিলেন না। ফলে হতাহতের খবর নেই। মলয় এখন কলকাতায়। মলয়কে না-পেয়েই তাঁর বাড়িতে ক্ষোভ উগরে দেন যুবক, জানা গিয়েছে স্থানীয় সূত্রে।
মলয়ের বাড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে সারা ক্ষণ থাকেন এক পুলিশ আধিকারিক এবং চার পুলিশকর্মী। তাঁদের চোখ এড়িয়েই আচমকা বাড়িতে ঢুকে পড়েছিলেন যুবক। স্থানীয় সূত্রে খবর, গত এক বছর ধরে যুবক তাঁর বাবার মৃত্যুর শংসাপত্র পাচ্ছেন না। মন্ত্রীর কাছে গেলে কাজ হয়ে যাবে বলে ভেবেছিলেন। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, মলয় কলকাতায়। তখনই ক্ষোভ উগরে দেন।
মলয়ের স্ত্রী জানিয়েছেন, ঘটনার সময়ে তিনি বাড়িতেই ছিলেন। আওয়াজ পেয়ে দ্রুত নীচে নেমে আসেন। যুবককে তিনি নিজেও জিজ্ঞাসাবাদ করেছিলেন। তার পর পুলিশ তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এই হামলা, খতিয়ে দেখছে পুলিশ। মন্ত্রীর বাড়ির নিরাপত্তাও বৃদ্ধি করা হতে পারে।